Bangla News Dunia, দীনেশ : রাজ্যে ‘দ্বিতীয় মুসলিম লিগ’-এর সরকার চলছে বলে ক’দিন আগে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সেইসব কথার পালটা জবাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ধর্ম নিয়ে করা মন্তব্যের রেশ চলল বৃহস্পতিবারও।
আরো পড়ুন : ভারতে প্রথম, এবার রাস্তায় চলবে ট্রেন ! উদ্বোধন করলেন নীতিন গড়করি
আরও পড়ুন:- সূর্য রহস্যের অজানা জট খুললেন ভারতীয় বিজ্ঞানীরা
এদিন নিউটাউনের (New Town) এক বেসরকারি হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পোলিও অভিযানের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে আসিনি তখন। হাওড়ার ডোমজুরের একজনের পোলিও হয়েছিল বলে ভারত ব্ল্যাকলিস্টেড হয়েছিল। আমি সরকারে এসে ভাবলাম, সবাইকে পোলিও দিতে হলে সবার প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমামদের সবাইকে বললাম আপনারা পুজো করবেন, রোজা মাসে নমাজও পড়বেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের সেটা করতে হবে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘আগে পোলিও দিতে গেলে অনেকে ভাবত কী খারাপ হবে। আমি সেই ধারণা ভেঙেছি। পুরোহিত, ইমামরা আমাকে খুব সাহায্য করেছিলেন।’ এদিন মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘কে বলে, আমি ধর্মকে শ্রদ্ধা করি না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি।’
আরও পড়ুন:- মানুষ থেকে কুকুর হয়েছিলেন, এখন সেটাই ব্যবসা তাঁর, ব্যাপারটা কি জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন : ‘ধৈর্য ধরুন, দেশে ফিরেই বিচার করব’, বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন হাসিনা