কে হচ্ছেন সিপিএমের নতুন সাধারণ সম্পাদক ? অবশেষে নাম প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : শিকে ছিঁড়ল না কৃষক নেতার। প্রাধান্য পেল সেই কেরালা লবিই। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হতে চলেছেন পলিটব্যুরো সদস্য এমএ বেবি। সূত্রের খবর, রবিবার মাদুরাইয়ে CPIM পার্টি কংগ্রেসের শেষ দিনে দলের নয়া সাধারণ সম্পাদক হিসেবে এই বর্ষীয়ান নেতার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। তবে এমএ বেবিকে এই পদে আনার বিরোধিতা করেছেন ১৬ সদস্যের পলিটব্যুরো কমিটির পাঁচ জন। সূত্রের খবর এই তালিকায় রয়েছেন সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং অশোক ধাওয়ালে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

সীতারাম ইয়েচুরির জুতোয় পা গলানোর দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ‘অল ইন্ডিয়া কিষাণ সভা’-র নেতা অশোক ধাওয়ালে। মহারাষ্ট্রের এই নেতা নির্বাচিত হলে দীর্ঘদিন বাদে CPIM-এর সাধারণ সম্পাদক পদে কোনও অ-দক্ষিণী নেতা বসতেন।

তবে শেষ পর্যন্ত পলিটব্যুরো সদস্যদের মধ্যে এমএ বেবির দিকেই পাল্লা ভারী হলো। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসছেন একজন মালয়ালি। সীতারামের আগে এই পদে ছিলেন প্রকাশ কারাট। তিনিও কেরালারই। যদিও সাধারণ সম্পাদক পদে বসার সময়ে তিনি দিল্লিতে দলের নেতৃত্বে ছিলেন।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন