Bangla News Dunia, Pallab : সীতারাম ইয়েচুরির আকস্মিক প্রয়াণের পরে সিপিএম মধ্য মেয়াদে কাউকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়নি। প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে পলিটব্যুরোর সমন্বয়ক (কো-অর্ডিনেটর) করে গত সাত মাস ধরে দলের কাজ পরিচলনা করছে দিল্লির একে গোপালন ভবন। আগামী ২-৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে হবে সিপিএমের পার্টি কংগ্রেস। সেখান থেকেই নতুন সাধারণ সম্পাদক ঠিক হবে। কিন্তু কে হবেন সাধারণ সম্পাদক? পার্টি কংগ্রেসের পর প্রকাশ্য সমাবেশের বক্তাতালিকা তা নিয়ে জল্পনার জন্ম দিয়েছে সিপিএমের অন্দরে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
বক্তাতালিকায় নাম রয়েছে বিদায়ী পলিটব্যুরোর চার সদস্যের। প্রকাশ, বৃন্দা কারাট, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর জি রামকৃষ্ণন। এ ছাড়াও মহিলা নেত্রী ইউ বাসুকির নাম রয়েছে তালিকায়। সভার সভাপতিত্ব করবেন তামিলনাড়ু সিপিএমের রাজ্য সম্পাদক পি শানমুগাম। এই তালিকা নিয়েই কৌতূহল এবং জল্পনা।
কেন জল্পনা? এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি হবেন, তিনি পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে বক্তৃতা করবেনই। তার মানে কি ওই চার জনের মধ্যে থেকেই কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিপিএম নেতৃত্ব? আনুষ্ঠানিক ভাবে পার্টি কংগ্রেসের প্রতিনিধিরা সাধারণ সম্পাদক নির্বাচন করেন। কিন্তু সাধারণ ভাবে শীর্ষ নেতৃত্বের ঠিক করে রাখা ব্যক্তিই সর্বসম্মত ভাবে নির্বাচিত হন।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে