কোটি কোটি গ্রাহককে চিন্তায় ফেলে দিল SBI ! কমালো সুদের হার

By Bangla News Dunia Dinesh

Published on:

sbi

Bangla News Dunia, Pallab : ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন। তবে এবার সেই বিশ্বাসে কিছুটা ভাঙ্গন দাঁড়ালো দেশের সবথেকে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হ্যাঁ, সম্প্রতি এই ব্যাংকের তরফ থেকে এফডিতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘোষনার পর দেশ জুড়ে লক্ষ্য লক্ষ্য গ্রাহকের কপালে যেন এক কথায় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন সুদের হার?

ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ই এপ্রিল, ২০২৫ থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হবে। অর্থাৎ, এই তারিখের পর যারা নতুন এফডি করবে অথবা পুরনো এফডি রিনিউ করবে, তাদেরকে নতুন হারে সুদ দেওয়া হবে। 

কতটা কমছে সুদের হার?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ১ থেকে ৩ বছর মেয়াদী এফডির ক্ষেত্রে সুদ কমানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট বা ০.১০%। আর এটি সাধারণ গ্রাহক বা প্রবীণ নাগরিক, উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

  • সাধারণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৬.৮০% থেকে ৬.৭০%।
  • সাধারণ নাগরিকদের জন্য ২ বছর থেকে ৩ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭% থেকে ৬.৯০%।
  • প্রবীণ নাগরিকদের জন্য ১ বছর থেকে ২ বছরের মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭.৩০% থেকে ৭.২০%।
  • প্রবীণ নাগরিকদের জন্য ২ বছর থেকে ৩ বছর মেয়াদের স্কিমে সুদের হার হয়েছে ৭.৫০% থেকে ৭.৪০%।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন