কোথাও বৃষ্টি থামছে না, কোথাও ৪৬ ডিগ্রি ! দেশে এবার বৈপরীত্যে ভরা গ্রীষ্ম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

গ্রীষ্মকাল যে কতটা ভয়ংকর হতে পারে তা গতবছরই দেখেছে ভারত। অনেক জায়গাই গরমের মাত্রা ছাড়িয়ে যায়। কলকাতা ৪৩ ডিগ্রির গরম প্রত্যক্ষ করে। যা শহরবাসী কখনও দেখেননি। রেকর্ড ভাঙা সেই গরমে চরম অবস্থার শিকার হন মানুষ।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

এবার সেই গ্রীষ্মেই কিন্তু দেশে এক চরম বৈপরীত্যে ধরা পড়ছে আবহাওয়ায়। একদিকে অসম ভাসছে। প্রবল বৃষ্টি। তার সঙ্গে ঝড়। খোদ গুয়াহাটি শহরেই অনেক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। অনেক রাস্তায় জল জমে যায়।

কলকাতা সহ বাংলার বড় অংশই সোমবার ছিল মেঘে ঢাকা। আবহাওয়াও ঠিক গ্রীষ্মের দাবদাহের মত নয়। তার চেয়ে অনেকটাই ঠান্ডা। ফলে গ্রীষ্মে অমানুষিক কষ্ট, বেলা বাড়লে রাস্তায় বার হওয়াটা চ্যালেঞ্জে পরিণত হচ্ছেনা। শহর কলকাতাতেই এই মেঘ বৃষ্টি মাখা আবহাওয়া আগামী ৫ দিন বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

একদিকে যখন এমন পরিস্থিতি, তখন গ্রীষ্ম তার দাপট দেখাচ্ছে অন্য অংশে। রাজস্থানের একটা বড় অংশ এখন তাপপ্রবাহের কবলে। বারমেরে ৪৬ ডিগ্রির ওপর পারদ চড়েছে। তারই আশপাশে রয়েছে অন্য অনেক জায়গার পারদ।

আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনে রাজস্থানের যোধপুর ডিভিশন এবং পশ্চিম রাজস্থানে প্রবল তাপপ্রবাহ চলবে। পারদ আরও চড়বে বলেই পূর্বাভাস। ফলে গ্রীষ্মের দাপট ভয়ংকর ভাবে প্রভাব ফেলছে রাজস্থানে।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন