কোথা থেকে ছড়িয়েছি করোনা ভাইরাস ? চাঞ্চল্যকর তথ্য ফাঁস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কোথা থেকে ছড়িয়েছি বিশ্বের প্রথম করোনা ভাইরাস সংক্রমণ? মহামারীর অসুখের প্রায় ২ বছর ঘুরতে চললেও প্রশ্নের সঠিক জবাব এখনও মেলেনি। নানা তথ্য আর তত্ত্ব নিয়ে চর্চা চলছেই। এবার ইউহানে বিশ্বের প্রথম করোনা সংক্রমণ নিয়ে নয়া তথ্য দিলেন বিজ্ঞানী, ভাইরোলজিস্ট মাইকেল উরুবি। বাজারে কাজ করতে গিয়েই এক মহিলার শরীরে প্রথম বাসা বাঁধে করোনা। যে সময় ভাবা হয়েছিল, তার চেয়ে পরেই তা ছড়িয়েছ।

avilo home

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ইউহানের পশুজাত বাজার থেকে নয়, ভাইরাস সংক্রান্ত ল্যাবরেটরিতে গবেষণার সময় তা সক্রিয় হয়ে মানবদেহে সংক্রমিত হয়েছে। বিজ্ঞানী মাইকেল উরুবি বলছেন, মহিলা নন, একজন পুরুষই প্রথম করোনায় আক্রান্ত হন। তিনি ইউহানের সামুদ্রিক প্রাণীর বাজারে কাজ করতেন। এই তত্ব আরও একবার সামনে এল, ভাইরাসের গবেষণাগার থেকে নয়, সামুদ্রিক প্রাণীর থেকে ছড়িয়েছিল এই শতাব্দীর মহামারী।

তবে নিজের গবেষণা নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত নন ভাইরোলজিস্ট উরুবি। তাঁর বক্তব্য, ”১১ মিলিয়ন মানুষের বসবাসের শহরে এটা খুঁজে বের করা খুবই কঠিন কীভাবে সংক্রমণ ছড়িয়েছিল। ল্যাব বা বাজার – কোনও কিছুকেই সংক্রমণের নিশ্চিত উৎস হিসেবে ধরা যাবে না।” যদিও নিজের দাবির সপক্ষে তিনি বেশ কয়েকটি হাসপাতাল এবং মেডিক্যাল রিপোর্ট তুলে ধরেছেন। আরও বেশি করে পরীক্ষা নিরীক্ষার অবকাশ রাখে।

কয়েকমাস আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল ইউহান সফরে গিয়ে বিস্তারিত গবেষণা করে ফিরেছে। চিনের শত বাধা সত্ত্বেও তাঁরা সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন , প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ল্যাবই ছিল করোনা ভাইরাসের আঁতুড়ঘর। ভাইরোলজিস্ট উরুবির নয়া তত্ত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকে আবার নতুন করে চ্যালেঞ্জ করল, তা বলাই যায়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন