Bangla News Dunia, দীনেশ :- আপনি কাউকে মেসেজ ভুল করে পাঠিয়ে দিয়ে ডিলিট (Delete Message) করে দিলেন। এবার হয়তো ভাবছেন যে, কেউ আর মেসেজটি দেখতে পাবেন না। কিন্তু জানেন কি, চুপিচুপি একটি উপায় রয়েছে, যার মাধ্যমে সেই ডিলিট হওয়া মেসেজ দেখে ফেলা সম্ভব। এমনকি প্লে-স্টোর থেকে কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করেও।
আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
ভাবছেন কীভাবে? আসলে এমন একটি সহজ সেটিং রয়েছে, যা একবার চালু করলেই আপনার ফোনে থেকে যাবে সমস্ত মেসেজের অ্যাক্সেস। আর এমনকি ডিলিট হয়ে যাওয়া মেসেজ। কিন্তু কীভাবে চালু করবেন এই সেটিংস? জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
WhatsApp এর ডিলিট ফর এভরিওয়ান আসলে কতটা কার্যকর?
হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয় ফিচারটি মূলত সেই সময়ই কাজে লাগে, যখন আপনি ভুল করে কারো কাছে মেসেজ পাঠিয়ে ফেলেন এবং দ্রুত সেটি মুছে ফেলতে চান। আর এতে আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন, সেও মেসেজটি দেখতে পায় না এবং আপনিও পাবেন না। কিন্তু প্রযুক্তির একটি সবথেকে বড় মজা হল, মেসেজ মুছে ফেললেও সেই মেসেজ দেখা যায়। আর এখানেই থাকছে চমক।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
কীভাবে দেখতে পাবেন ডিলিট হওয়া মেসেজ?
আসলে এই ফিচারটি অ্যান্ড্রয়েড ১১ এবং তার পরবর্তী ভার্সনেই কাজ করে। অর্থাৎ আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী কোনো ভার্সন থাকে, তাহলেই আপনি একমাত্র এই সুবিধা পাবেন। সেটিংসটি চালু করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
- প্রথমে সেটিংসে যান।
- এবার নোটিফিকেশন অপশনটি খুলুন।
- এরপর স্ক্রল করে Advanced Settings বা More Settings অপশনে ক্লিক করুন।
- এরপর সেখানে গিয়ে Notification History একটি অপশন দেখবেন।
- এটিকে অন করে দিন।
ব্যাস, এইটুকু কাজ করলেই আপনার ফোনে যত নোটিফিকেশন আসবে, সবকিছু জমা পড়ে যাবে নোটিফিকেশন হিস্টোরিতে। এমনকি হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজও দেখতে পাবেন আপনি।
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন
তবে হ্যাঁ, এক্ষেত্রে জানিয়ে রাখি, শুধুমাত্র টেক্সট মেসেজই দেখা যাবে। কোন ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ দেখা যাবে না। অর্থাৎ, যদি কেউ টেক্সট মেসেজ লিখে ডিলিট করে দেয়, সেগুলিই একমাত্র দেখতে পাবেন।
আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন
সতর্কতা
সব থেকে বড় ব্যাপার হল, এই পদ্ধতিতে কোন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। ফলে আপনার ফোনের গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে বজায় থাকবে। অনেক সময় প্লে-স্টোরের কিছু অ্যাপ ডিলিট করা মেসেজ রিকভার করে দিতে পারে। কিন্তু সেই অ্যাপে ডেটা চুরি বা বিজ্ঞাপনের ঝামেলা থাকে। তাই এই টিপসটিকে আজই কাজে লাগান এবং দেখুন ডিলেট হওয়া সমস্ত মেসেজ।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন