Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কোনোদিন বাড়িতে এই মূর্তিগুলো স্থাপন করবেন না ! সকল হিন্দু ধর্মাবলম্বীরা উপাসনার জন্য তাদের আরাধ্য দেবতার অবয়ব কল্পনা করে নিয়ে তাকে আকার দিয়ে সযত্নে গড়ে তুলেছেন বিভিন্ন দেবতার মূর্তি। সেখানে ভগবান শিবজি , লক্ষী নারায়ন, কার্তিক, গণেশের পাশাপাশি দেবী দুর্গা, মা কালী, মা সরস্বতী ইত্যাদি প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা মূর্তি গড়ে পূজার প্রচলন রয়েছে। হিন্দু উপাসকরা আরাধ্য দেবতাকে ভক্তি ভরে পূজা করে থাকেন।
কিন্তু সকল দেব দেবীর আলাদা আলাদা মূর্তি প্রতিমা রয়েছে। কিন্তু সব প্রতিমাকে বাড়িতে পূজা করা যায় না। বিশেষ বিশেষ কিছু দেব দেবীর মূর্তি যা বাড়িতে রাখাটাও নিরাপদ নয়। এর মধ্যে রয়েছে গ্রহ রাজ শনি দেবের মূর্তি। শনি দেবকে ঠিক মতো সন্তুষ্ট না রাখতে পারলে, তার কোপ দৃষ্টিতে পড়লে আপনার জীবনে চরম দুঃখ নেমে আসতে পারে। তাই শনিদেবকে বাড়ির বাইরেই পূজা করা ভালো। বিগ্রহ না রাখাই ভালো।
আরো পড়ুন :- জন্ম ছকের এই যোগ বলে দেবে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হ বেন কি না
এছাড়া রাহু ও কেতুর বিগ্রহও বাড়িতে রাখা যায় না। দুটিই আসলে ছায়া গ্রহ। তাই মূর্তি বাড়িতে থাকলে জীবনে অমঙ্গলের ছায়া বিরাজ করে। একই ভাবে কালভৈরবের মূর্তিও বাড়িতে রাখা উচিত নয়। এছাড়াও নৃত্য শৈলীর সঙ্গে জড়িত, অনেকেই বাড়িতে নটরাজের মূর্তি রাখেন। কিন্তু জানেন কি নটরাজ শিবের রুদ্র মূর্তি। এই মূর্তিটি বাড়িতে রাখা ঠিক নয়। তাই বাস্তুশাস্ত্র মতে এই সব দেবতার মূর্তি বাড়িতে রাখা উচিত নয়।
Highlights
1. কোনোদিন বাড়িতে এই মূর্তিগুলো স্থাপন করবেন না !
2. বাস্তুশাস্ত্র মতে এই সব দেবতার মূর্তি বাড়িতে রাখা উচিত নয়
#Vastu Tips #Astro