Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বিশ্বের সব ধর্মেই দান এক মহান কাজ বলে বিবেচিত হয়েছে। তবে নাস্তিক দের মধ্যে ও দান দেওয়া মহান কাজ বলে মনে করা হয়। মনে করা হয় দান করার ফলে মানুষের মধ্যে সুখ ও শান্তি মেলে। এমন অনেক মানুষ আছে যারা জীবনে প্রচুর দান দিয়ে থাকেন। তবে দান দেবার আগে যেই বিষয় গুলি আপনার মাথায় রাখা উচিত তা জেনে রাখুন।
আরো পড়ুন :- আপনার মনের মানুষকি আপনার জীবন সঙ্গী হবে , জানুন কি বলছে জ্যোতিষ শাস্ত্র
১. ভুলেও কখনো কোনো মানুষকে ঝাড়ু দান করবেন না। ঝাড়ু মা লক্ষীর প্রতীক। এটি বিশ্বাস করা হয়েছে ঝাড়ু দানের ফলে আর্থিক ক্ষতি হয়।
২. বই দান এক মহৎ দান বলে মনে করা হয় , তবে দেখবেন বই গুলো যাতে ছেড়া না থাকে।
৩. ক্ষুদার্থ ব্যাক্তিকে অন্ন দান সবচেয়ে মহৎ দানের মধ্যে একটি। তবে খাবার দানের সময় সবচেয়ে ভালো খাবার দান করুন। ক্ষুদার্থ ব্যাক্তিকে বাসি বা খারাপ খাবার দান করা উচিত নয়।
৪. শনিবার সর্ষের তেল দান করলে শনির দোষ কাটে। তবে ব্যবহৃত তেল কখনোই দান করবেন না। পরিষ্কার তেল দান করুন।
৫. বিশ্বের মহৎ দান গুলির মধ্যে একটি হলো বিদ্যা দান। বিশ্বাস করা হয় যে বিদ্যা দান করলে তা বৃদ্ধি পায়।
৬. যারা ধর্মীয় বইয়ের সন্মান করেন তাদের ধর্মীয় বই দান করুন। এতে শান্তি বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- বাড়িকে কু-নজর থেকে মুক্ত রাখতে , মানুন বাস্তুর এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)