কোন কোন পশুপাখি বাড়িতে পোষা শুভ ? জেনে নিন এক নজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আমারা অনেকেই নিজেদের বাড়িতে নানারকম পোষ্য পুশে থাকি। ব্যস্ততার জীবনে কিছুটা মন খুলে এই পোষ্যের সঙ্গেও অনেকে সময় কাটান অনেকেই। অনেক সময় আবার একা মানুষের সঙ্গীও হয়ে ওঠে ঘরের পোষ্যরা। তবে আপনি হয়ত জানেন না, পোষ্যদের কারণেই আপনার জীবনে আসতে পারে অনেক খুশির মুহূর্ত। অনেক সময় বিপদ থেকেও আপনাকে বাঁচতে সাহায্য করে। আপনার বাড়ির এক সদস্যের ন্যায় আপনার পোষ্য। তাই কোন পোষ্য গুলি বাড়ির জন্য শুভ ?

avilo home

দেখুন এক নজরে

১. অনেকেই বাড়িতে এক বা একাধিক বিড়াল পোষ্য হিসাবে রাখেন। বাড়িতে বিড়াল রাখা খুব মঙ্গলের বলে মনে করা হয়। বাড়িতে বিড়ালের আগমনে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার সঞ্চার হয় ও সকলে একত্রে সুখে শান্তিতে বসবাস করতে পারে।

২. বাড়িতে কুকুর রাখলে হয়, সেই বাড়িতে কোন অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কোন অশুভ আত্মাও সেই বাড়ির চারপাশে থাকতে পারে না। খারাপ নজর, কালো যাদু, অশুভ আত্মার প্রবেশ থেকে কুকুর নিজের মালিকের বাড়িকে সর্বদা সুরক্ষিত রাখে।

৩. গরুকে গোমাতা হিসাবে পুজো করা হয়। তাই কেউ যদি বাড়িতে গরু পোষেন তাহলে, বাড়িতে কারো শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। সকলেই সুস্থ সবল থাকেন।

৪. পোষ্যদের মধ্যে কচ্ছপ খুব কম দেখা যায়। তবে কম মানুষ কচ্ছপ পুশলেও, কচ্ছপ কিন্তু নিজেই তাঁর প্রভুর বাড়িতে অর্থের আগমন ঘটায়। সেই সঙ্গে নিয়ে আসে একরাশ খুশি এবং আনন্দ।

৫. তাছাড়াও টিয়া , ময়না , বদ্রি , কাকাতুয়া , পায়রা ইত্যাদি পক্ষী বাড়ির জন্য শুভ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন