কোন পদ্ধতিতে ব্যবহার করবেন e-RUPI ? জানুন এক নজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেন্দ্রে ক্ষমতায় আসার পর ডিজিটাল লেনদেনে জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বারবার নগদ টাকা লেনদেন ছেড়ে ই-ওয়ালেট বা ব্যাংকের মাধ্যমে টাকা আদান প্রদানের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার সেই লক্ষ্যে আরও একধাপ এগোলো কেন্দ্র। আত্মপ্রকাশ সরকারি ডিজিটাল পেমেন্ট মাধ্যম e-RUPI-র। কীভাবে কাজ করে এটি ? কোন পদ্ধতিতেই বা একে অন্যকে টাকা পাঠাতে পারবেন?

দেখুন একনজরে ——-

এটি আসলে ইলেকট্রনিক ভাউচার। যা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেবে টাকা। তার জন্য গ্রাহককে  QR কোড স্ক্যান করতে হবে বা SMS লিংকের মাধ্যমে পৌঁছে যাবে। কোনও রকম নগদ লেনদেনের প্রয়োজন হবে না। সুরক্ষিত ভাবে গ্রাহকের কাছে অর্থ পৌঁছে দেওয়া যাবে।

https://twitter.com/narendramodi/status/1422179309335326725?s=19

কোনও বিশেষ দরকারি পণ্য কিনতে গিয়েছেন। e-RUPI-র মাধ্যমে QR কোড স্ক্যান করে টাকা দিয়ে দিতে পারবেন বিক্রেতাকে। বিভিন্ন সমাজসেবা মূলক প্রকল্পের অর্থও ইহার মাধ্যমে দেওয়া হবে। যেমন শিশুকল্যাণ স্কিম, ড্রাগস অ্যান্ড ডায়াগনোস্টিক্স স্কিম আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-সহ নানা ধরনের কেন্দ্রীয় পরিষেবার টাকাও এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন সাধারণ মানুষ। এতে আরও বেশি উপকৃত হবেন গোটা দেশের সাধারণ মানুষ।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। এই পরিস্থিতিতে আরও বেশি করে সচেতন হোন। মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজের সময় মত টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন