কোন পাঁচ রাশির মানুষ সাধারণত সন্দেহ বাতিক হয় , জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- 

বৃশ্চিক রাশি:- সাধারণত জীবনের প্রথন ধাপে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব একটা সন্দেহ করার স্বভাব থাকে না। কিন্তু বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা রকম ঘাত-প্রতিঘাত আসে এবং তাদের জীবনে বার বার ঠকতে হয়। তাই একটা সময় তারা আর কাউকেই ঠিক মতো বিশ্বাস করে উঠতে পারে না।।

সিংহ রাশি :- এই জাতক-জাতিকারা খুব সহজে কাউকেই বিশ্বাস করতে পারে না। সব কিছুকেই সন্দেহের চোখে দেখে। মনে প্রতারণার ভয় খুব বেশি থাকায় এরা সন্দেহপ্রবণ হয়ে ওঠে।।

মকর রাশি :- জীবনের শুরুতেই প্রচুর বিশ্বাসঘাতকতার স্বীকার হতে হয় মকর রাশির ব্যক্তিদের। তাই পরে এরা একটু বেশি সন্দেহ করার মানসিকতার দিকে ঝোঁকে।।

ধনু রাশি :- সন্দেহ করার মানসিকতা ধনু রাশির মধ্যে প্রবল থাকে। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই রাশির মধ্যে সন্দেহের স্বভাব চলে আসে।।

কুম্ভ রাশি :- ছলনা করা স্বভাব কুম্ভ রাশির জাতক-জাতিকারা একদম পছন্দ করে না। তাদের সঙ্গে ছলনা করা হচ্ছে এই ভাবনা এদের সন্দেহপ্রবণ করে তোলে।

————————————————————————-

সম্পূর্ণ বিনামূল্যে  আপনি আপনার বাড়িতে বসেই শুধু মাত্র রশি, লগ্ন, ও গন জানতে চান?

তাহলে আজই…..
১. আপনার নাম?
২. জন্ম তারিখ, মাস, বছর?
৩. জন্ম সময়?
৪. জন্ম স্থান?
৫. নিজস্ব ফটো?

What’s app এ সব লিখে জানান, জানানোর পর কিছু সময় অপেক্ষা করতে হবে ফলাফল জানার জন্য হতে পারে এটা এক দিন বা এক সপ্তাহ।

জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

যোগাযোগ :- 9093476035 ,  8906174912

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন