কোন পেশায় কারা উপযুক্ত ? দেখুন রাশি অনুযায়ী বর্ণনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আমাদের বুঝতে হবে, কোন বিষয়ে আমরা সেরা। এক এক জনের দক্ষতা থাকে এক একটি বিষয়ের ওপর। সেই বিষয়টিতে পেশাগত জীবনে কাজে লাগালে তবেই সাফল্য পাওয়া সম্ভব। দেখে নিন ভিন্ন রাশির জাতকরা কে কোন বিষয়ে সেরা।

১. মেষ রাশির জাতকরা যেমন সাহসী, তেমনই তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। সেই কারণে ম্যানেজারের পদে কাজ করলে সহজেই সাফল্য পেতে পারেন এঁরা।

২. কোথায় বিনিয়োগ করলে কত টাকা লাভ করা সম্ভব, তা সবথেকে ভালো বুঝতে পারেন বৃষ রাশির জাতকরা। আর্থিক উপদেষ্টা, বিনিয়োগকারী বা অ্যাকাউন্টট্যান্টের কাজে সাফল্য পাবেন বৃষের জাতকরা।

৩. মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান। জটিল বিষয়কে কী ভাবে সহজ করে সবাইকে বোঝানো যায়, খুব ভালো করে জানেন। শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিতে পারেন বা

৪. হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য তাই একেবারে আদর্শ কর্কটের জাতকরা। নার্সের কাজেও এঁরা দক্ষ।

৫. সিংহের জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। তাই কোম্পানির সিইও পদে এঁরা আদর্শ। রাজনীতিতেও সাফল্য পান সিংহের জাতকরা।

৬. কঠোর পরিশ্রমী হন কন্যা রাশির জাতকরা। কেরিয়ার হিসেবে সাহিত্যচর্চা করা বা পত্রিকার সম্পাদনা করা এঁরা বেছে নিতে পারে।

৭. সব কাজের মধ্যে সমন্বয় রাখতে পারে কর্কট রাশির জাতকরা। অভিনেতা, মিউজিসিয়ান, ফিল্মমেকার হিসেবে সাফল্য পেতে পারেন।

৮. বৃশ্চিক রাশির জাতকরা খুবই বিশ্বাসী। তাই মনোবিদ হিসেবে সাফল্য পেতে পারেন বৃশ্চিকের জাতকরা।

৯. নিয়মনীতির খুব একটা তোয়াক্কা করেন না ধনু রাশির জাতকরা। কড়া নিয়মের মধ্যে থাকতে হবে এমন পেশায় এঁরা সাফল্য পাবেন না।

১০. অত্যন্ত উচ্চাকাঙ্খী হন মকর রাশির জাতকরা। জীবনে যা চান, সেটা এঁদের চাই। নির্দিষ্ট কোনও মিশনে কাজ করা মকরের জাতকদের পছন্দ।

১১. পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন কুম্ভ রাশির জাতকরা। স্বেচ্ছাসেবী সংস্থায় বা মানবাধিকারের সঙ্গে যুক্ত কাজে এঁরা সুনাম অর্জন করেন।

১২. কল্পনাপ্রবণ মীন রাশির জাতকরা। শিল্পী হিসেবে এঁরা সাফল্য পান। এছাড়া জ্যোতিষচর্চাতেই খ্যাতি অর্জন করতে পারেন মীনের জাতকরা।

এই সংক্রান্ত আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি :- করোনা অতিমারীর প্রভাবে বিপর্যস্ত দেশ। ফলে এর থেকে মুক্তির একটাই রাস্তা সেটা হল সচতনতা। তাই মাস্ক পড়ুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভ্যাকসিন নিন। ভালো থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন