কোন ব্যাংকে পার্সোনাল লোন EMI রেট সবচেয়ে কম? রইলো তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিজের রোজগারের টাকায় যখন দরকার মেটে না তখন অনেকেই পার্সোনাল লোন (Personal Loan) নিয়ে থাকে। কিন্তু এখন রোজগারের থেকে খরচা বেশি হয়ে গেলে মানুষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই কারণের জন্য অনেকেই আছেন যারা কম সুদে কীভাবে ঋণ পাওয়া যায় সেই সম্পর্কে জানার জন্য ইচ্ছুক থাকেন। এখন ব্যাংক ছাড়াও এমন অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে যেখানে কম সুদে বা বিভিন্ন অফারের মাধ্যমে সকলকে লোন দেওয়া হয়ে থাকে।

কম সুদে পার্সোনাল লোন কোন ব্যাংক দিচ্ছে?

আর বিশেষ করে এখন বিয়ের মরশুম চলার কারণের জন্য অনেকেই মনে করছেন যে কোন না কোন দরকারে এই ঋণ নিতে হতে পারে। তাদের জন্য আজকের এই প্রতিবেদনে অনেক কিছু তথ্য জানিয়ে দিলাম। কিন্তু যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে সকলকে প্রতিমাসে কত টাকা করে EMI (Equated Monthly Installment) দিতে হবে, কত দিন সময় পাবে? সেই সকল তথ্য জেনে নেওয়া খুবই দরকার।

সুদ অনুসারে ভারতের ব্যাংকগুলোর তুলনা

ইউনিয়ন ব্যাংক (Union Bank of India) ৯.৩০% থেকে ১৩.৪% হারে ঋণ দিচ্ছে সকল গ্রাহকদের আর এই হিসাবে মাসিক ২২০০ – ২৫০০ এর মধ্যে সুদ দিতে হবে। ব্যাংক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra) তাদের গ্রাহকদের ১০% – ১২.৮% হারে ঋণ দিচ্ছে ও ২১০০ – ২৩০০ পর্যন্ত ইএমআই দিতে হবে গ্রাহকদের। ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank) তাদের সকল গ্রাহকদের ১০% থেকে ১১.৪০% ঋণ দিচ্ছে ও ২২০০ টাকা পর্যন্ত মাসিক সুদ হবে।

ভারতের ব্যাংকগুলির সেরা অফার

ফেডারেল ব্যাংক (Federal Bank) ব্যাক্তিগত ঋণে ১০.৪৯% – ১৭.৪৯% হারে সুদ নিয়ে থাকে এবং এই হিসাবে মাসে ২১০০ – ২৫০০ পর্যন্ত সুদ খরচ হবে গ্রাহকদের। ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India) তাদের গ্রাহকদের জন্য ১০.৮৫% – ১৪.৮৫% হারে ঋণ দেয় এবং এতে মাসে মাসে ২১০০ – ২৪০০ টাকা পর্যন্ত সুদ গুনতে হবে। এবারে দেশের সবচেয়ে বড় এইচডিএফসি ব্যাঙ্কের তরফে ১০% – ২৪% যা অনেক বেশি বাকি ব্যাংক গুলোর তুলনায় অনেকটাই বেশি হারে সুদ নেওয়া হয়ে থাকে।

ঋণে ক্ষেত্রে কোন ব্যাংক দিচ্ছে সেরা ডিল?

আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank) হল দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাংক এবং এই তরফে ১৬.২৫% হারে সুদ নেওয়া হয় ও এই হিসাবে মাসে প্রায় ২৫০০ টাকা হয় সুদ। কানাড়া ব্যাংক (Canara Bank) ১৬.২৬% হারে ঋণ দেয় ও গ্রাহকদের ২৬০০ টাকা হিসাবে সেই ঋণ মেটাতে হয়। ইউকো ব্যাংকের (UCO Bank) তরফে প্রায় ১৪% হারে ঋণ ও মাসে ২৩০০ টাকা সুদ হয়।

ভারতের সবচেয়ে সস্তা পার্সোনাল লোন কোথায় পাবেন?

কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank) ১৭% হারে ঋণ ও ২৫০০ টাকা হিসাবে মাসিক সুদ দিতে হয় গ্রাহকদের। আইডিবিআই ব্যাংক (IDBI Bank) ১৬% হারে ঋণ দেয় ও মাসে ২৪০০ টাকা সুদ হয়। ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক (Indian Overseas Bank) ১৪.৪০% হারে ঋণ দেয় ও মাসিক ২৪০০ টাকা দেয়। এক্সিস ব্যাংক (Axis Bank) ১১% – ২২% হারে ঋণ দেয় ও ২৭০০ টাকা সুদ দিতে হয়।

ভারতের শীর্ষ ব্যাংকগুলিতে সর্বনিম্ন পার্সোনাল লোন EMI রেট

পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক (Punjab & Sind Bank) তাদের গ্রাহকদের ১৪% হারে, ব্যাংক অফ বরদা (Bank of Baroda) ১৯% কাছাকাছি হিসাবে ঋণ দিয়ে থাকে এবং ২৬০০ টাকা সুদ মাসে মাসে দিতে হবে। আর সকল ব্যাংকের তরফে প্রসেসিং ফি নেওয়া হয় সেটা ঋণের পরিমানের ওপরে নির্ভর করে। আর এই সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হয় তাই আবেদনের আগে সকল কিছু ভালো করে জেনে নিয়ে তবেই আবেদন করা উচিত সকল গ্রাহকদের।

আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন