Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এশিয়ার ডিমের বাটি বা এগ বোল বলা হয় এই জায়গাকে। জায়গাটা ভারতে হলেও এটা প্রসিদ্ধ এশিয়া জুড়েই। কারণ এশিয়ায় আর এমন কোনও জায়গা নেই যেখানে এত ডিম উৎপাদন হয়।
শুধু এশিয়ার ডিমের বাটিই নয়, এ জায়গা ভারতের ডিমের বাটি বলেও সমানভাবে পরিচিত। কারণ ভারতের মোট ডিম উৎপাদনের ২০ শতাংশের ওপর ডিম শুধু এই রাজ্যই যোগান দিচ্ছে।
ভারতে যত ডিম উৎপাদন হয় বিভিন্ন জায়গা মিলিয়ে তার ২০.১৩ শতাংশ ডিম উৎপাদন করে এই একটিমাত্র রাজ্য। ভারতে ডিমের বিপুল চাহিদার চাপ সামাল দিতে এই রাজ্যের জুড়ি নেই।
আরও পড়ুন:- 3 বছরেও চালু হল না মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘পথক্ষণিকা’ প্রকল্প, কারণ কি ?
ডিমের চাহিদা যে এদেশে প্রচুর তা বলার অপেক্ষা রাখে না। যদিও ভারতের একটা অংশের মানুষ নিরামিষভোজী। কিন্তু যাঁরা আমিষ খান তাঁদের পাতে প্রাতরাশে সাধারণত ডিম থাকেই।
এমনকি বলা হয় পুষ্টিকর এই খাদ্য ভারতের অতি দরিদ্র মানুষের জন্যও পুষ্টিগুণের ভান্ডার। কারণ ডিমের যা দাম তা দেওয়ার ক্ষমতা দরিদ্র হলেও সম্ভব বলেই মনে করা হয়।
ফলে ডিম সব শ্রেণির মানুষেরই চাহিদার তালিকায় পড়ে। সেই বিপুল চাহিদার একটা বড় ধাক্কা সামাল দিচ্ছে করমণ্ডল উপকূলের রাজ্য অন্ধ্রপ্রদেশ।
অন্ধ্রপ্রদেশকেই বলা হয় ভারতের ডিমের বাটি বা এগ বোল অফ ইন্ডিয়া। একইভাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি এগ বোল অফ এশিয়া বলেও সমানভাবে পরিচিত।
আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন
আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?