Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোন রুটে কখন কোন বাস পাওয়া যাবে, কিংবা আজ কোন রাস্তা এড়িয়ে চলতে হবে, এই সব সুলুকসন্ধান এবার পাওয়া যাবে এক ক্লিকেই ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটির কয়েকজন পড়ুয়া মিলে একটি অ্যাপকে নয়া রূপে তৈরি করেছেন, যেখানে শহর ও শহরতলির 750টি সরকারি ও বেসরকারি বাস রুটের যাবতীয় তথ্য পাওয়া যাবে ৷
সরকারি বাসের সমস্ত খবরাখবর দিতে রাজ্য পরিবহণ দফতর ‘পথদিশা’ অ্যাপ তৈরি করেছিল । প্রথমদিকে যাত্রীদের মধ্যে অ্যাপটি বেশ সাড়া ফেললেও লকডাউনের পর থেকেই অর্থাৎ 2021 সালের মাঝামাঝি সময় থেকে অ্যাপটিতে আর কিছু দেখা যাচ্ছিল না । ফলত ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করে অ্যাপটি । এছাড়াও ছিল ‘চলো’ অ্যাপ । তবে এই রাজ্যে কিছুদিন চলার পর এই অ্যাপটিও বন্ধ হয়ে যায় । অন্যান্য রাজ্যে এই অ্যাপটি এখনও চলে এবং বেশ জনপ্রিয়ও বটে ।
কলকাতা বাস ও পিডিয়া (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
এরপর আসে ‘যাত্রীসাথী’ অ্যাপ । এই অ্যাপটি প্রথমে হলুদ ট্যাক্সি বুকিংয়ের জন্য চালু করা হয়েছিল ৷ তবে পরে গতবছরই এই অ্যাপের সঙ্গে সরকারি ও বেসরকারি বাস যুক্ত করা হয় । বর্তমানে 12টিরও বেশি বাসের রুট সেই অ্যাপের সঙ্গে যুক্ত করা হয় । তবে এই অ্যাপটি সরকারি ও বেসরকারি বাসের বুকিংয়ের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় । রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধীরে ধীরে এই অ্যাপটিতে আরও সরকারি এবং বেসরকারি বাস যুক্ত করা হবে ।
আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে
অ্যাপে রয়েছে কমিউনিটিও (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
করোনাকালের পর থেকে একাধিক রুটে যেমন বাস পরিষেবা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, তেমনই একাধিক রুটে বাসের সংখ্যাও কমেছে । তাই যাত্রীদের কাছে কোনও খবরাখবর থাকছে না বলে ঘণ্টার পর ঘণ্টা রুটে দাঁড়িয়েও মিলছে না বাস । এছাড়াও রাস্তায় সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা অপ্রতুল । এই নিয়ে একাধিকবার নিত্যযাত্রীরা অভিযোগ জানিয়েছেন ৷ তবে তা নিয়ে কোনও সুরাহা হয়নি ।
অ্যাপটিকে তিনটি জোনে ভাগ করা হয়েছে (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে একাধিক রুটে এক ঝাঁক সরকারি বাস নামিয়েছে রাজ্য পরিবহণ নিগম । তবে কোন রুটে কোন বাস নেমেছে, কিংবা কোন রুটে কখন মিলবে কোনও সরকারি বা বেসরকারি বাস, এই সব তথ্য একত্রিত করে আপাতত কোনও অ্যাপ নেই ।
শহর ও শহরতলির 750টি সরকারি ও বেসরকারি বাস রুটের তথ্য মিলবে (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
এই বিষয়ে আইআইটি গুয়াহাটির গবেষক এবং কলকাতা বাস ও পিডিয়ার সাধারণ সম্পাদক অনিকেত বন্দ্যোপাধ্যায় জানান যে, “কলকাতা বাস ও পিডিয়া ওয়েবসাইট রয়েছে । রাজ্য পরিবহণ নিগম অনুমোদিত ট্রাস্ট হল এই কলকাতা বাস ও পিডিয়া । গোড়া থেকেই কলকাতা বাস ও পিডিয়ার একটি ওয়েবসাইট ছিল এবং তাদের সমাজ মাধ্যমে পেজও রয়েছে । বিভিন্ন সময় এই ওয়েবসাইটে এবং সমাজ মাধ্যমে যাত্রীদের থেকে অনুরোধ এসেছে, যাতে এমন একটি অ্যাপ তৈরি করা হয়, যেখানে শহর ও শহরতলির অন্তত গুরুত্বপূর্ণ কিছু রুটের সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা সম্বন্ধে অনুসন্ধান করা যায় । আর সেই ভাবনা থেকেই এই অ্যাপটি তৈরি করা হয়েছিল । এই অ্যাপটি প্রথম সংস্করণ গুগল প্লেস্টোরে রয়েছে । তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি এই অ্যাপটিকে আরও উন্নত করা হয়েছে ।”
রয়েছে চ্যাট করার সুবিধে (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
এই অ্যাপটিকে তিনটি জোনে ভাগ করা হয়েছে । অর্থাৎ শহর ও শহরতলির সরকারি ও বেসরকারি বাস পরিষেবা, এনবিএসটিসি বাস পরিষেবা এবং এসবিএসটিসি বাস পরিষেবা । এইভাবে মোট 750টি বাস রুট যুক্ত করা হয়েছে এই অ্যাপে । কোন বাস কোথা দিয়ে যাচ্ছে, কখন বাসটি ছাড়ছে, কোন কোন স্টপেজের উপর দিয়ে বাসগুলি যাচ্ছে, বাসটি প্রথম কখন ছাড়ছে এবং তার শেষ পরিসেবা কখন, এই সমস্ত তথ্য দেওয়া রয়েছে অ্যাপটিতে । এছাড়াও এতে আরও একটি বিশেষ ফিচার হল, যদি কোনও কাজের জন্য কিংবা রাস্তার সমস্যার জন্য কোনও রাস্তা বন্ধ থাকে, সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট রুটের বাস কোন ঘুরপথে যাবে তাও দেওয়া থাকবে অ্যাপে ।
অনিকেত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, যেহেতু বর্তমানে রিয়েল টাইম ট্র্যাকিং করা সম্ভব নয়, সেই জন্য প্রতিটি বাস রুটের একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে, যাতে যখন যাত্রী সেই রুটটি দিয়ে যাতায়াত করবেন, কোথাও কোনও সমস্যা থাকলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যান্য সদস্যদের তিনি সেটা জানিয়ে দিতে পারবেন । এমনকী ধরুন, যদি কেউ কোনও স্টপেজে দাঁড়িয়ে থাকেন এবং তিনি জানতে চান যে, এই স্টপেজে নির্দিষ্ট বাসটি কখন আসবে, তিনি তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করলে ওই বাস ওই মুহূর্তে কোথায় রয়েছে, সেই তথ্য যাত্রীর কাছে পৌঁছে যাবে ৷
ইমার্জেন্সি কনট্যাক্ট নম্বর (অ্যাপ থেকে নেওয়া চিত্র)
পাশাপাশি যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, বিশেষ করে মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে, সমস্ত জরুরি বা ইমার্জেন্সি ফোন নম্বরগুলো স্পিড ডায়াল করা রয়েছে । যাতে হাতে সময় না থাকলে এক ক্লিকেই সেই নম্বরে ফোন চলে যাবে ।
তিনি আরও বলেন, “পথদিশা অ্যাপটি খুবই ভালো ছিল এবং অনেক অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল । কিন্তু পথদিশা ও চলো অ্যাপ বন্ধ হয়ে যায় । এরপর যাত্রীদের থেকে বারে বারে একটি অ্যাপ তৈরি করার অনুরোধ পেতে থাকি । গত বছর অক্টোবর মাসে এই অ্যাপের প্রথম ভার্সানটি পাইলট হিসেবে চালু করা হয় । এরপর নভেম্বর মাসেই অ্যাপটি প্লেস্টোরে চলে আসে । কিছুদিনের মধ্যেই খুব ভালো সাড়া মেলে । এবার অ্যাপটিকে নিয়ে কাজ করতে করতে তাকে আরও উন্নত করা হয়েছে ।”
কলকাতা বাস ও পিডিয়ার সহ-সভাপতি অর্ণব রায় জানিয়েছেন যে, এখন শুধু বাস রুট খোঁজা নয়, সঙ্গে রয়েছে সময়সূচি ও নতুন বাস কমিউনিটি । চ্যাটের মধ্যমে একসঙ্গে তথ্য ভাগ করে, শহরের বাসযাত্রা আরও স্মার্ট ও সহজ করে তুলবে এই অ্যাপ ।
কলকাতা বাস ও পিডিয়ার সহ-সম্পাদক অভিনব পাল বলেন যে, “কলকাতা বাস ও পিডিয়া অ্যাপটি একটি বাসরুট নির্দেশিকা, যেখানে কলকাতা, হাওড়া ও দুই 24 পরগনার বাসরুট সম্পর্কিত বিভিন্ন তথ্য, রুট অনুসন্ধান, নির্দিষ্ট স্থানের বাস তালিকা এবং গন্তব্য অনুযায়ী যাতায়াত পরিকল্পনার সুবিধা রয়েছে । তাছাড়া অ্যাপের নতুন বাস কমিউনিটির মাধ্যমে থাকছে অন্যের সঙ্গে চ্যাটিং অপশন, যা এই অ্যাপটিকে ভবিষ্যতে আরও আকর্ষণীয় করে তুলবে ।”
আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন