কোপে ৪ দেশ, ৫ লক্ষ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : হাজার হাজার অবৈধ অভিবাসীকে দেশছাড়া করার পর এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে ‘বৈধ’রা। শুক্রবার ৪ দেশের প্রায় সাড়ে ৫ লক্ষ অভিবাসীর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর সেই নির্দেশের ভিত্তিতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করবে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের আইনি রক্ষাকবচ হারাবেন। অর্থাৎ তখন থেকে তাঁরা আমেরিকায় অবৈধ অভিবাসী হিসাবে গণ্য হবেন।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

শনিবার হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২২-এর অক্টোবর থেকে এ পর্যন্ত কিউবা, ভেনেজুয়েলা, হাইতি ও নিকারাগুয়া থেকে ৫ লক্ষ ৩০ হাজার অভিবাসী আমেরিকায় এসেছেন। এখানে তাঁদের থাকা এবং কাজ করার জন্য আইনি রক্ষাকবচ রয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ওই অভিবাসীদের আইনি সুরক্ষা দিয়েছিলেন। সেই নির্দেশ প্রত্যাহার করেছেন ট্রাম্প। ২৪ এপ্রিলের পর সংশ্লিষ্ট অভিবাসীদের আইনি রক্ষাকবচ থাকবে না বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে এদিন পর্যন্ত ৪ দেশের অভিবাসীদের আমেরিকা ছাড়া করার বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

পর্যবেক্ষক মহল অবশ্য ট্রাম্পের নির্দেশকে অভিবাসী বিতাড়নের নয়া কৌশল বলে মনে করছে। তাদের মতে, আইনি রক্ষাকবচ বাতিল হলে কিউবা সহ ৪টি দেশের অভিবাসীরা অনিশ্চয়তার মুখে পড়বেন। হেনস্তার আশঙ্কায় তাঁদের অনেকে আগামী ৩০ দিনের মধ্যে আমেরিকা ছেড়ে চলে যেতে পারেন। যাঁরা রয়ে যাবেন তাঁরা মার্কিন আইনের দৃষ্টিতে অবৈধ বলে গণ্য হবেন। তখন প্রশাসন চাইলে অনায়াসে তাঁদের দেশ থেকে বের করে দিতে পারবে। অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর বৈধ অভিবাসীদের একাংশকেও তিনি যেভাবে নিশানা করতে শুরু করেছেন, তাতে আমেরিকায় বসবাসকারী বিদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন