কোভিদ ১৯ হলে কি করতে হবে একনজরে দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , S. Datta Roy – বর্তমানে পশ্চিমবঙ্গে কোভিদ টেস্টের পরিকাঠামো সরকারি ও বেসরকারি ক্ষেত্র ২ টো-তেই অনেক বৃদ্ধি পেয়েছে। যারা কোরোনা পরীক্ষা করাচ্ছে তাদের মধ্যে যাদের কোনো উপসর্গ নেই কিন্তু করোনার  রিপোর্ট পজিটিভ এসেছে তারা বুঝতে পারছে না যে ঠিক কি করবে আর কিভাবে চলবে। এরকম রুগীর সংখ্যা এখন প্রচুর।

এবার এক নজরে দেখে নেওয়া যাক রিপোর্ট পজিটিভ আসলে ঠিক কি করতে হবে — ল্যাব ছাড়াও রিপোর্ট পজিটিভ হওয়ার খবর WhatsApp বা SMS -এ পাওয়া যায়। এরপর প্রশাসনিক নিয়ম অনুসারেই সেই খবর চলে যাবে লোকাল পৌরসভা / পঞ্চায়েত বা পুলিশের কাছে। তখন তারাই করোনা আক্রান্ত ও তার বাড়ির লোককে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে। লোকাল প্রশাসন থেকে আক্রান্ত ব্যক্তির বাড়িতে এসে তার সাথে যোগাযোগ করা হবে। আবার কোভিদ পজিটিভ ব্যক্তি ইচ্ছে করলে নিজেও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে।

উপসর্গ যদি অল্প বা বেশি হয় বা উপসর্গ না থাকলেও যদি আক্রান্তের বয়স বেশি হয় বা কো -মরবিডিটি থাকে তাহলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। উপসর্গ খুব কম হলে বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে  থাকা যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে হসপিটালে যাওয়ার জন্য গণপরিবহন ব্যবহার করা যাবে না ,প্রশাসনকে বলে এম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। আক্রান্ত ব্যক্তি কোন কোভিদ হসপিটালে ভর্তি হবে সেই সিদ্ধান্ত প্রশাসন নেবে।

Highlights

১.  পশ্চিমবঙ্গে কোভিদ টেস্টের পরিকাঠামো সরকারি ও বেসরকারি ক্ষেত্র ২ টো -তেই অনেক বৃদ্ধি পেয়েছে।  

২.  করোনা পজিটিভ হলে কি কি করণীয় —

করোনা টেস্ট    #  উপসর্গহীন আক্রান্ত 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন