Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রত্যেকটি ব্যক্তির ক্যাশব্যাক জিনিসটি খুবই পছন্দের। বিশেষ করে শপিং এর সময় ক্যাশব্যাক পেতে কার না ভালো লাগে? বিভিন্ন ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি এই ক্যাশব্যাক এর সুবিধা পেতে পারেন। ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থা গ্রাহকের একাউন্টে তার উপার্জনের পরিমাণ এর একাংশ ক্রেডিট করে। প্রত্যেক মাসে কত পরিমাণ ক্যাশব্যাক জমা পরল, স্টেটমেন্ট দেখা যায়।
সেরা ক্যাশব্যাক অফার সহ ক্রেডিট কার্ড
শপিংয়ের সময় অনেকেরই পছন্দ ক্যাশব্যাক। সেই জন্য যে ক্রেডিট কার্ড গুলিতে ক্যাশব্যাক পাওয়া যায়, তা বেছে নেন বহু গ্রাহক। এই ধরনের কার্ড ব্যবহার করে কোনও পণ্য কিনলে মূল্যের একাংশ ক্যাশব্যাক হিসাবে পাওয়া যায়। কার্ড প্রদানকারীরা গ্রাহকের একাউন্টে উপার্জনের পরিমাণের একাংশ ক্রেডিট করে। এটি প্রতি মাসের কার্ডের স্টেটমেন্টে দেখা যায়। কোন কার্ড গুলিতে ক্যাশব্যাক এবং রিওয়ার্ড পাবেন, তা নিম্নে আলোচনা করা হল।
Best Credit Card for Cashback
HDFC Money Back Credit Card :- এই ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রতি 150 পয়েন্ট খরচের জন্য 2 রিওয়ার্ড পয়েন্ট পাবেন। অনলাইনে প্রতি 150 টাকা খরচের ক্ষেত্রে দ্বিগুণ রিওয়ার্ড অর্থাৎ 4 পয়েন্ট পাবেন। প্রতি ত্রৈমাসিকে 50000 টাকা খরচের জন্য 500 টাকার গিফট ভাউচার পাবেন। এভাবে বছরে 2000 টাকা পর্যন্ত গিফট ভাউচার পেতে পারেন। মানিব্যাক ক্রেডিট কার্ডে জমা হওয়া রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে 1 পয়েন্ট 0.20 টাকার হিসাবে জমা হবে।পুনর্নবীকরণের জন্য 500 টাকার সঙ্গে প্রযোজ্য কর দিতে হবে।
আরও পড়ুন:- শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
Get Huge Amount of Cashback
Millennia Credit Card :- Amazon, Book My Show, Cult.fit, Flipkart, Myntra, Sony LIV, Swiggy, TATA Cliq, Uber এবং Zomato এই সব ব্যবহারের জন্য 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। ইএমআই এবং ওয়ালেট লেনদেনে অন্যান্য সব খরচের ক্ষেত্রে 1 শতাংশ ক্যাশব্যাক মিলবে, এখানে প্রতি 1 ক্যাশ পয়েন্টের অর্থ 1 টাকা করে ক্যাশব্যাক পাবেন, নতুন কার্ড নেওয়া অথবা পুনর্নবীকরণের ফি হিসাবে 1000 টাকার সঙ্গে প্রযোজ্য কর দিতে হবে। এক বছরে এক লক্ষ টাকা অথবা তার বেশি খরচ করলে পুনর্নবীকরণের ফি মকুব করা হবে।
Cashback SBI Card :- এসবিআই ক্যাশব্যাক হিসাবে একজন ব্যক্তি অনলাইনে পাঁচ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পাবেন, অফলাইনে খরচের জন্য 1% ক্যাশব্যাক পাওয়া যাবে। বেশ কয়েকটি বিভাগে মার্চেন্ট ইএমআই এবং ফ্লেক্সি পে ইএমআই লেনদেনে ক্যাশব্যাক প্রযোজ্য নয়। সেই গুলি হলো বীমা, জ্বালানি, ভাড়া, ওয়ালেট, স্কুল এবং শিক্ষা বিভাগের পরিষেবা, গয়না, রেলওয়ে ইত্যাদি।
প্রথম বার কার্ড নেওয়ার সময় ফি নেওয়া হবে 999 টাকা। পুনর্নবীকরণের ক্ষেত্রে দ্বিতীয় বছর থেকে আপনাকে 999 টাকা করে দিতে হবে। যদি বছরে দুই লক্ষ অথবা তার বেশি খরচ করেন, তা হলে পুনর্নবীকরণের ফি মকুব করা হবে। আর এই জন্য অনেকটাই সুবিধা হবে সকল গ্রাহকদের।
Axis Ace Credit Card :- Google Pay-র মাধ্যমে Utility Bill, DTH এবং Mobile Recharge জন্য 5% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। Swiggy, Zomato এবং Ola ব্যবহার করলে 4% ক্যাশব্যাক পাবেন। অন্যান্য বিভাগ গুলিতে পাবেন 2% ক্যাশব্যাক। নতুন কার্ড নেওয়ার জন্য ফি দিতে হবে 499 টাকা। তবে যদি কার্ড ইস্যুর 45 দিনের মধ্যে 10000 টাকার বেশি খরচ করেন, সেক্ষেত্রে জয়েনিং ফি মকুব করা হয়। 20000 টাকার বার্ষিক খরচের উপর 499 টাকার বার্ষিক ফি মকুব করা হবে।
এখানে চারটি ক্রেডিট কার্ডের জন্য কত ক্যাশব্যাক পাবেন তার একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দমত কোন ক্রেডিট কার্ডটি বেছে নেবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। প্রত্যেকটি কার্ডের কেনাকাটা করলে অনেকটাই ক্যাশব্যাক অফার পাবেন। এই জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে ক্যাশব্যাক অফার এর সুবিধা গ্রহণ করুন।
আরও পড়ুন:- যক্ষ্মা বহু বছর ধরে একটি গুরুতর সমস্যা, এই রোগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন
আরও পড়ুন:- জোয়ার-ভাটায় কি সত্যিই বাতের ব্যথা বাড়ে? জানুন বিজ্ঞান কি বলছে