ক্ষোভের আঁচ দেরাদুন, প্রয়াগরাজে, কাশ্মীরি পড়ুয়াদের কলেজ ছাড়ার ফতোয়া

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- পহলগামে নারকীয় হামলা (Pahalgam Terror Attack) এবং তার জেরে পর্যটকদের ভূস্বর্গ ছাড়ার হিড়িক দেখে কাশ্মীরের সাধারণ মানুষ যে ভয়টা পাচ্ছিলেন, সেটাই একটু একটু করে ঘটতে শুরু করেছে। পহলগাম সন্ত্রাসের জেরে দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত কাশ্মীরি মুসলিম পড়ুয়াদের (Kashmiri Students) রাতারাতি কলেজ ছাড়ার ফতোয়া জারি করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। একই দশা ভিনরাজ্যে কর্মরত কাশ্মীরি মুসলিম শ্রমিকদেরও। এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। ভিনরাজ্যে যে সমস্ত কাশ্মীরি রয়েছেন, তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করার আর্জি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি বলেছেন, ‘আমি দেশের জনগণের কাছে অনুরোধ করতে চাই, দয়া করে এটা ভাববেন না যে কাশ্মীরিরা আপনাদের শত্রু। আমরা এর জন্য (পহলগাম হামলা) দোষী নই। গত ৩৫ বছর ধরে আমরা এর জন্য ভুগছি।’ কিন্তু কাশ্মীরিদের সামগ্রিক পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

কুপওয়ারার বাসিন্দা ইমরান দেরাদুনের একটি বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্যারামেডিকেল পড়ুয়া। বুধবার রাত ২টোয় তাঁকে একটি ভিডিওবার্তা পাঠিয়েছে হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। ওই সংগঠনের এক সদস্য ইমরানকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার জন্য শাসিয়েছেন। প্রাণভয়ে দেরাদুন বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘আমাদের সিইও-ও কলেজ ছেড়ে চলে যেতে বলেছেন। তিনি বলেছেন, ‘পরিস্থিতি আগামী দিনে আরও খারাপ হতে পারে। সবকিছু স্বাভাবিক হলে আমরা আবার ফিরে আসতে পারব।’’ ইমরানের মতো আরও যে সমস্ত কাশ্মীরি মুসলিম পড়ুয়া দেরাদুনে পড়াশোনা করছেন, তাঁরাও পড়াশোনা ফেলে ঘরে ফেরার পথ ধরছেন। কারণ, হিন্দু রক্ষা দলের লাগাতার শাসানি। সংগঠনের এক নেতা ভিডিওবার্তায় বলেছেন, ‘আমরা যদি একজনও কাশ্মীরি মুসলিমকে দেরাদুনে আগামীকাল দেখতে পাই, তাহলে আমরা ওঁদের রোগ সারিয়ে দেব। আমরা শুধুমাত্র সরকারের ওপর নির্ভর করে বসে থাকব না। আমরা কাপুরুষের মতো বাঁচতে চাই না। কাশ্মীরি পড়ুয়াদের কাছে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় রয়েছে। ব্যাগপত্র গুছিয়ে আপনারা ফিরে যান।’

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

এই অবস্থায় কাশ্মীরে পডুয়াদের বাবা-মায়েরাও সন্তানদের নিয়ে চিন্তায় পড়েছেন। দিল্লির জম্মু ও কাশ্মীরের রেসিডেন্ট কমিশনের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। জে অ্যান্ড কে স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (জেকেএসএ) জাতীয় আহ্বায়ক নাসির খুহামি বলেন, ‘উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং জম্মু সহ দেশের বিভিন্ন রাজ্যে কাশ্মীরি পড়ুয়াদের হেনস্তা করার ৮টি ঘটনা ঘটেছে। আমরা রাজ্যের মন্ত্রীদের সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছি।’ কাশ্মীরি পড়ুয়াদের ঘরবন্দি থাকতে বলেছে তারা। হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে প্রয়াগরাজের একটি কাঠ কাটার কারখানায় কাজ করেন কাশ্মীরের দুই মুসলিম তরুণ। তাঁদের মধ্যে একজন বলেন, ‘আমাদের ম্যানেজার বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন। আমি তারপর থেকে বাড়ির বাইরে যাচ্ছি না। কিন্তু আমার সহকর্মী নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন।’ দেরাদুন শুধু নয়, কাশ্মীরি পড়ুয়াদের বাড়ি ছাড়ার ফতোয়া দেওয়া হয়েছে প্রয়াগরাজেও। বহু কাশ্মীরি পড়ুয়া বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তাঁদের বাড়ির মালিকরা বাড়ি তো বটেই, শহরও ছেড়ে দিতে বলেছেন। প্রয়াগরাজ আর তাঁদের পক্ষে নিরাপদ নয় বলেও জানিয়ে দিয়েছেন বাড়ির মালিকরা। জেকেএসএ-র তরফে অভিযোগ করা হয়েছে, চণ্ডীগড়ে মধ্যরাতে হস্টেলে ঢুকে কাশ্মীরি পড়ুয়াদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়েছে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

এই অবস্থায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, ‘আমাদের সরকার অন্য রাজ্যগুলির সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত কাশ্মীরি রয়েছেন, তাঁদের নিরাপত্তায় সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে অতিরিক্ত নজর দেওয়ার আর্জি জানিয়েছি।’

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন