কয়েকদিন ধরে হঠাৎ স্বামী -স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে ? এই সহজ কর্মের মাধ্যমে দূরত্ব মেটান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  আমরা সকলেই জানি স্বামী-স্ত্রীর সম্পর্ক এক অত্যন্ত মধুর সম্পর্ক। কারণ এটাই একমাত্র সম্পর্ক যেখানে কোনও রক্তের বন্ধন ছাড়াই দু’জনে সারা জীবন একসঙ্গে কাঁটিয়ে ফেলেন । আর এই স্বামী – স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র ভরসা এবং বিশ্বাসের ওপর। যদি এই সম্পর্ক টিকিয়ে রাখতে হয় তা হলে চাই একে অপরের প্রতি অটুট বিশ্বাস ও ভরসা ।

আরো পড়ুন :- আসছে দেবীপক্ষ , মায়ের আশীর্বাদ পেতে ও পরিবারে শান্তি ফেরাতে এই নিয়ম মানতে ভুলবেন না

আর এই স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মধ্যে যদি কোনও ভাবে ছেদ বা দূরত্ব এসে পড়ে তা হলে জীবনটাকে সঠিক ভাবে চালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দাম্পত্য জীবনে যত বেশি সুখ থাকবে সংসারে তত বেশি উন্নতি হবে কারণ প্রতিটি কাজেই দুজনের মত এক থাকবে। আর নিজেদের মধ্যে দূরত্ব তৈরী হলে সেই দূরত্ব মেটানোর দায়িত্ব দু’জনেরই। তাই যদি স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব বাড়ে তা হলে সঠিক নিয়মে এই কর্মটি করার মাধ্যমে সম্পর্কের দূরত্ব ঘোঁচান।

niladri misra

কি করতে হবে :- 

একটা লবঙ্গ জিভের নীচে রেখে ২১ বার নিচে দেওয়া মন্ত্রটি জপ করতে হবে। তার পর নিজের স্বামী বা স্ত্রীকে লবঙ্গটি খাইয়ে দিতে হবে। এই কাজটি করার সময় কোনো মানুষের সাথে কথা বলা যাবে না এবং এক আসনে বসেই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটি করার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন।

মন্ত্র— ‘ওঁ নমো মহাযক্ষিণী পতিং মে বশ্যং কুরু কুরু স্বাহা’।।

এই কাজটি সঠিক নিয়মে পালন করতে পারলে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে মধুর। দুজনের মধ্যে দূরত্ব মিটে যাবে খুব দ্রুত। এর ফলে সাংসারিক জীবনে আসবে শান্তি। এই কাজটি স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে একজন করতে পারেন বা উভয়েই করতে পারে।

আরো পড়ুন :– এই অক্টোবরে কোন রাশির আয় কেমন হবে জানুন !

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন