অবশেষে আজ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা (West Bengal Draft Voter List)। পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর (SIR) শুরু হয়েছিল ৪ঠা নভেম্বর এবং শেষ হয় ১১ই ডিসেম্বর। যাঁরা অনলাইনে অথবা অফলাইনে গণনা ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে জমা দিয়েছেন, তাঁরা এখনই খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা তা যাচাই করে নিন।
এছাড়াও যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে, তাঁদের নামের তালিকাও PDF আকারে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে। কেন তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে কারন সহ ভোট কেন্দ্র ভিত্তিক PDF প্রকাশ করেছে কমিশন।
আপনি আপনার ভোটার কার্ড নম্বর অথবা জেলা, বিধানসভা ও ভোটকেন্দ্র অনুযায়ী সহজেই জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা।
কিভাবে খসড়া ভোটার লিস্টে নাম উঠলো কিনা চেক করবেন, দেখুন:-
১) নিচে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা খুঁজে নিন, এরপর জেলার পাশে থাকা ডাউনলোড (Download) এ ক্লিক করুন।
২) পরবর্তী পেজে আপনার ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন ও রাজ্য (West Bengal) সিলেক্ট করুন।
৩) এরপর নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে (Search) ক্লিক করুন।
৫) এখন দেখে নিন, যদি আপনার নাম ও ভোটার কার্ডে তথ্য চলে আসে – তাহলে আপনার নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে। আর যদি No Result Found চলে আসে তাহলে আপনার নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে।
বিঃদ্র- খসড়া ভোটার লিস্টের PDF লিস্ট প্রকাশিত হলেই, Md 360 News পোর্টালে আপডেট দেওয়া হবে। তাই সবসময় Md360News ওয়েবসাইটটি ফলো করুন।












