উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের আস্তানায় অভিযান পাক নিরাপত্তাবাহিনীর (Pakistan)। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১৭ জন বিদ্রোহীর। নিহতরা সকলেই ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপির সদস্য বলে জানা গিয়েছে (TTP)।
পাকিস্তানের পুলিশ সূত্রে খবর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের (Khyber Pakhtunkhwa) কারাক জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই অঞ্চলে যৌথ অভিযান চালায় পাকিস্তানি আধাসেনা বাহিনী ‘ফ্রন্টিয়ার কর্পস’ এবং স্থানীয় পুলিশ (Pakistani security forces)। সেখানে তল্লাশি চালাতেই গুলিবর্ষণ শুরু করে বিদ্রোহীরা। পালটা গুলি চালায় পাকিস্তানি নিরাপত্তাবাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে চলা এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১৭ জন বিদ্রোহীর। সেই সঙ্গে পাকিস্তানি বাহিনীর তিন জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এখন ইসলামাবাদ সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে এই গোষ্ঠীর মিত্রতাপূর্ণ সম্পর্ক রয়েছে। অনেক টিটিপি নেতাই এখন আফগানিস্তানের তালিবানদের আশ্রয়ে রয়েছে