খুব শীঘ্রই বাংলায় AC লোকাল ট্রেন চালু হচ্ছে, ভাড়া কত হতে পারে? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিত্যযাত্রী মাত্রেই ভয়ানক গরমে লোকাল ট্রেনে যাতায়াতের কষ্টটা জানেন। ভিড় ট্রেনে অনেকে অসুস্থও হয়ে পড়েন। তাই বহুদিন ধরেই রেল এসি ট্রেন চালানোর বিষয়ে কাজ করছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। শিয়ালদা রুটে শীঘ্রই চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এটাই প্রথম। দেশে দ্বিতীয়।

কবে থেকে এসি লোকাল চালু হচ্ছে?

বর্তমান অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই শিয়ালদা রুটে এসি লোকাল চালু হয়ে যাবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে সেই ট্রেন তৈরির কাজ প্রায় শেষ। চলতি সপ্তাহেই বাংলায় চলে আসবে ট্রেনটি। ১২ কোচের এই ট্রেনই ছুটবে শিয়ালদা লাইনে।

আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন

ভাড়া বেশি

এসি ট্রেন তৈরির খরচ অনেক বেশি। তাছাড়া এমন ট্রেন চালাতে ও রক্ষণাবেক্ষণের জন্যও রেলকে অনেক বেশি টাকা গুনতে হবে। স্বাভাবিকভাবেই, এসি লোকাল ট্রেনের ভাড়াও অনেকটাই বেশি হবে। জানা যাচ্ছে, প্রায় ৭ থেকে ১০ গুণ বেশি দাম হতে পারে এসি লোকালের টিকিটের।

অর্থাৎ, রুটের টিকিট ১০ টাকা, সেটার দাম প্রায় ৭০ টাকাও হতে পারে।

এসি ট্রেন কখন আসবে কীভাবে বুঝবেন?

নির্দিষ্ট সময়েই এই এসি ট্রেন চালানো হবে। টাইমটেবিলে তার উল্লেখ থাকবে। সেই মতো দেখে এসি লোকাল ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, বর্তমান টাইমটেবিলে কোনও পরিবর্তন করা হবে না। সেখানকার কোনও ট্রেনের সময় না বদলেই এসি ট্রেন চালানো হবে।

এই ট্রেন কেমন দেখতে হবে?

সাধারণ ট্রেনের মতো আলাদা আলাদা কোচ হবে না। অনেকটা মেট্রো বা দূরপাল্লার ট্রেনের মতো ভেস্টিবিউলের মাধ্যমে কোচ সংযুক্ত থাকবে। এর ফলে এসির ঠান্ডা সহজে বের হবে না। আর এসি হওয়ায় স্বাভাবিকভাবেই মেট্রোর মতো অটোম্যাটিক স্লাইডিং ডোর থাকবে।

আরও পড়ুন:- ক্রমশ মুখ ঢেকে যাচ্ছে নেকড়ার মত লোমে, কোন রোগের শিকার কিশোর ললিত ?

আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন