Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার পর সারা রাজ্য জুড়ে কঠিন হয়ে উঠেছিল করোনা পরিস্থিতি। যদিও সেটা কিছুটা নিয়ন্ত্রণে। আবারও স্কুল খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য সরকার। খুব দ্রুত এগিয়ে আসছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই দিকে নজর রেখে প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু করা হচ্ছে।
যদিও একসাথে সব ক্লাস হবে না। এই বিষয়ে ইতিমধ্যে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। ক্লাসের জন্য বিশেষভাবে সময়সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১৬ তারিখ থেকে রাজ্যে স্কুল খোলার কথা চলছে।
মধ্যশিক্ষা পর্ষদের জারি করা সময়সূচি অনুযায়ী জানা যাচ্ছে আগামী ১৬ নভেম্বর থেকে নবম এবং দশম শ্রেণির ক্লাস শুরু হবে।নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হবে বেলা ১০ টায় এবং শেষ হবে সাড়ে ৩ টেয়। সমস্ত পড়ুয়াদের সাড়ে ৯ টার মধ্যে স্কুলে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। ক্লাস শুরু হওয়ার আধ ঘন্টা আগে পৌঁছানোর পাশাপাশি প্রেয়ার হবে না বলেই জানানো হয়েছে। স্কুলে অভিভাবকদের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ক্লাস শুরুর আধ ঘন্টা আগে স্কুলে পৌঁছাতে হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে সকাল ১১ টা থেকে এবং তা চলবে বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত। অর্থাৎ তাদের স্কুলে প্রবেশের সময় সাড়ে ১০ টা। পর্ষদের তরফে জানানো হয়েছে প্রতিটি শ্রেণীকে দুটি বা তার বেশি কক্ষে ভাগ করে ক্লাস নিতে হবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল