খুলে গেল কেদারনাথের দরজা ! জানুন এই পবিত্র ক্ষেত্রের অজানা কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভগবান শিবের ক্ষেত্র কেদারনাথের দরজা খুলে গেল। এদিন সকাল ৬টা ২৫ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের সস্ত্রীক মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এরপর আগামী ৮ মে সকাল ৬টা ১৫ মিনিটে খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজা। পুরোদমে শুরু হয়ে যাবে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা। এর আগের দু-বছর করোনা অতিমারীর কারণে ব্যাহত হয়েছিল চারধাম যাত্রা।

১৫ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয় কেদারনাথ মন্দির। মন্দিরের দরজা খোলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো দেওয়া হয়। মন্দির খোলার সময় ১০ হাজারেরও বেশি পূণ্যার্থী কেদারনাথের প্রথম দর্শন পেতে সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রদীপ কখনও নেভে না। দরজা খোলার পর সেই আগুনের দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা সেই প্রদীপ দর্শন করতে পারেন, তাঁদের পুর্নজন্ম হয় না বলে প্রচলিত বিশ্বাস। শীতকালে মন্দিরের দরজা বন্ধ করার সময় এই প্রদীপ জ্বালানো হয়। এত মাস পর মন্দিরের দরজা খোলার পরও সেই প্রদীপ জ্বলতে দেখা যায়।

কেদারনাথ মন্দিরের অজানা কথা —–

১. চারধাম ছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও পঞ্চ কেদারের অন্যতম এই কেদারনাথ মন্দির।

২. প্রচলিত কিংবদন্তী অনুসারে স্বয়ং মহাদেব এখানে তাঁর ভক্তদের দর্শন দেন।

৩. এই মন্দিরের নির্মাণ করেন আদি শংকরাচার্য। এই মন্দির তিনদিকে পাহাড় দিয়ে ঘেরা।

৪. এখানে পাঁচটি নদী মিলিত হয়েছে। এই পাঁচ নদী হল মন্দাকিনী, মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, সরস্বতী এবং স্বর্ণগৌরী। সব নদী গুলির অবশ্য এখন আর অস্তিত্ব নেই। তবে অলকানন্দার শাখা নদী মন্দকিনী এখনও বয়ে চলেছে।

৫. শীতে কেদারভূমে যেমন প্রচণ্ড ঠান্ডা, তেমনই বর্ষায় অঝোরে বৃষ্টি পড়ে।

৬. ছয় ফুট উঁচু প্ল্যাটফর্মের ওপর মন্দিরটি নির্মিত। মন্দিরের বাইরে রয়েছে শিবের বাহন নন্দীর মূর্তি।

৭. কেদারনাথ মন্দিরে পৌঁছতে গৌরীকুণ্ড থেকে শেষ ১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন