খুশকির সমস্যা ? অব্যর্থ ৬টি সমাধান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চুলের ক্ষেত্রে খুশকি একটা বিরাট সমস্যা। আগে শুধু শীতকালে শুষ্ক আবহাওয়াতে খুশকির সমস্যা দেখা দিত। কিন্তু বর্তমানে মাত্রাতিরিক্ত দুষণের ফলে মোটামুটি সারা বছর সমস্যা লেগেই থাকে। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল বেশিরভাগ ক্ষেত্রে দায়ি এই খুশকি। তাই খুশকির সমস্যা সমাধানে সঠিক সময়ে তৎপর না হলে মাথার চুল উঠে গিয়ে ‘গড়ের মাঠ’ হয়ে যেতে পারে।

খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়াই যায়। কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে উল্টে চুলেরই ক্ষতি হয়। তাহলে উপায় আছে। এমন বেশ কয়েকটি কার্যকরী ভেষজ উপাদান আছে যেগুলি খুশকির সমস্যা দ্রুত সমাধানদূর করতে একেবারে অব্যর্থ!

১. দুটো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ জলে মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভাল করে লাগিয়ে           মালিশ করুন। কিছু ক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার পেঁয়াজের রস           মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

২. নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এ ছাড়া চুলে গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং       স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়।

৩. খুশকির সমস্যা থেকে বাচঁতে টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে               ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

৪.  দুই টেবিল-চামচ লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট       ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন।

৫. মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেয়া জল ফেলে            দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে         চুল ভাল করে ধুয়ে ফেলুন।

এই বেশ কিছু উপায়ে চুলে খুশকি সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

Highlights

1. চুলের ক্ষেত্রে খুশকি একটা বিরাট সমস্যা

2. এই বেশ কিছু উপায়ে চুলে খুশকি সমস্যা থেকে রেহাই পাওয়া যায়

# Hair # Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন