গঙ্গায় শূন্যে ঝুলছে আস্ত বাড়ি ! নদী ভাঙনে তলিয়ে একের পর এক ঘর, আতঙ্কে স্থানীয়রা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গঙ্গায় ঝুলছে আস্ত বাড়ি! মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samsherganj) লাগোয়া চাচন্ড সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ভাঙনের (River Erosion) জেরে আতঙ্কে স্থানীয়রা। একের পর এক ঘর তলিয়ে গিয়েছে নদীগর্ভে। বিঘার পর বিঘা চাষের জমিও বিলীন হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আরও একাধিক বাড়ি গঙ্গাপাড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভেসে গিয়েছে বেশ কয়েকটি গবাদি প্রাণীও। আতঙ্কে ঘরছাড়া এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

স্থানীয় সাবির আলির কথায়, যেভাবে সকাল থেকে ভাঙন শুরু হয়েছে, মনে হচ্ছে বাড়িঘর সব এক নিমেষে গ্রাস করে নেবে গঙ্গা। মাটি, বালির বস্তা, বাঁশঝাড় দিয়ে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এ প্রসঙ্গে স্থানীয় মাধুরী সরকার বলেন, ‘এর আগে বহুবার আমরা বোল্ডার ফেলে কংক্রিটের ঢালাই দিয়ে ভাঙন রোধের কথা বলে এসেছি। কিন্তু কেউ কথা শোনেনি।’

সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, ‘এই সময় গঙ্গায় জল অনেক, গভীরতাও অনেক। এই সময় বাঁশের ঝাড় জলে ফেলে ভাঙন রোধ করা খানিকটা সম্ভব। অন্য কিছু দিয়ে ভাঙন রোধ করা সম্ভব নয়। তাই তা ব্যবহার করা হয়েছে। পুরো বিষয়টা মনিটর করা হচ্ছে।’ এদিন ঘটনাস্থলে যান সামশেরগঞ্জের বিডিও সুজিত কুমার লোধ সহ অন্যান্য আধিকারিকরা। তিনি জানান, ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন করে যথাযথভাবে দুর্গতদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাই যাতে নিরাপদে থাকতে পারেন সে ব্যবস্থাও করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন