গড়তে চলেছে নয়া ইতিহাস , টাইম স্কোয়ারে উড়বে ভারতীয় পতাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গড়তে চলেছে নয়া ইতিহাস। করোনা অন্যদিকে বিশ্বের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক । এরই মধ্যে ভারতের স্বাধীনতা দিবসের দিন অনেক কিছুই দেখার আছে গোটা বিশ্ব জুড়ে আর এই করোনা সংক্রমনের মধ্যেই স্বাধীনতা দিবসে একদিকে যেমন রাজধানী শহরে স্বাধীনতা দিবস কর্মসূচির আয়োজন করা হয়েছে অন্যদিকে এই প্রথম আমেরিকার নিউইয়র্ক শহরে টাইমস স্কোয়ারে প্রথম 15 ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলিত হবে।

India

এই প্রসঙ্গে নিউইয়র্ক নিউজার্সি ও কানেকটিকাটের ট্রাই স্টেট এরিয়া ফেডারেশন অফ ইন্ডিয়ান এসোসিয়েশনের তরফে জানানো হয়েছে 15 ই আগস্ট ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমেরিকায় এক নতুন ইতিহাস তৈরি হবে। যেখানে আইকনিক টাইমস স্কোয়ারে প্রথম মর্যাদা দিয়ে ভারতের পতাকা উত্তোলন করা হবে। যদিও টাইমস স্কোয়ারে এর আগে এত জাঁকজমকভাবে কোনদিনও ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়নি কিন্তু পতাকা উত্তোলনের পাশাপাশি এম্পায়ার স্টেট বিল্ডিং রাঙিয়ে তোলা হবে গেরুয়া সাদা সবুজ রঙের আলোয়।

তার আগের দিন অর্থাৎ 14 ই আগস্ট এম্পায়ার স্টেট লাইটিং সেরিমনি আয়োজিত হবে। এদিনই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের মানুষজন দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে। প্রতিবছর ম্যানহাটনে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়, সেখানে অংশ নেন আমেরিকার প্রথম সারির রাজনৈতিক নেতৃত্ব থেকে ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ভারত থেকেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন সেখানে উপস্থিত হন এমনকি সেলিব্রিটিরা পান আর সেই এফআইএ এবছর পঞ্চাশ বছর পূর্ণ করবে তাই অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণ হবে।

Highlights

1. গড়তে চলেছে নয়া ইতিহাস

2. টাইম স্কোয়ারে উড়বে ভারতীয় পতাকা

#ভারতীয় #পতাকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন