Bangla News Dunia, Pallab : গড়বেতায় (Garhbeta) রেললাইনে বিস্ফোরণ (Blast)! অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। এনিয়ে ফের আতঙ্কের ছায়া জঙ্গলমহলে। ঘটনার নেপথ্যে মাওবাদী যোগ? তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : গ্যাস , অম্বলের সেরা কিছু হোমিওপ্যাথি ঔষধ !
রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে জোরালো শব্দ হয়। এরপরই থেমে যায় ট্রেনটি। রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ারডোবা স্টেশনে। পৌঁছায় রেলপুলিশও। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় সেখানে। ট্রেনের লোকো পাইলট বিস্ফোরণের শব্দ শুনে রেল পুলিশকে জানিয়েছিল বলে খবর। এরপরই রেল পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেন লাইনচ্যুত হওয়ার মতো কিছু ঘটেনি। তবে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া গিয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিন ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।
এদিকে নকশাল নেতা চারু মজুমদারের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৮ জুলাই থেকে শুরু হয়েছিল সিপিআই (মাওবাদী) শহিদ সপ্তাহ। রবিবার তার শেষদিন ছিল। আর সেদিনই এমন ঘটনায় শোরগোল পড়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা