গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হদিশ

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমরা ঘুরে এলাম গড়িয়া হাটের সেল থেকে। পয়লার আগে সস্তায় নতুন কোন ১০ জিনিস কিনতে পারেন গড়িয়া হাট থেকে? যাওয়ার আগে একটিবার চোখ বুলিয়ে নিতে পারেন।

সারাবছর ইংরেজি ক্যালেন্ডারের উপর ভরসা করা বাঙালির একদিনেরই উদযাপন ‘নববর্ষ’। নতুন বছর, নতুন শুরু। পয়লা বৈশাখের সঙ্গে লেপ্টে থাকে চৈত্র সেলের নতুন জামার গন্ধ। আমরা ঘুরে এলাম গড়িয়া হাটের সেল থেকে। পয়লার আগে সস্তায় নতুন কোন ১০ জিনিস কিনতে পারেন গড়িয়া হাট থেকে? যাওয়ার আগে একটিবার চোখ বুলিয়ে নিতে পারেন।

১৫০ টাকার কটন শর্ট কুর্তি :

বৈশাখ মানেই তীব্র গরম, এই তপ্ত সময়ে সাজগোজ করাও কষ্টের। তবে গরমে স্বস্তি পেতে মাত্র ১৫০ টাকার এই শর্ট সুতির কুর্তিগুলো কিনে রাখতে পারেন গোটা কয়েক। এই শর্ট কুর্তিগুলি পিওর কটনের, এগুলি দেখতে যেমন ট্রেন্ডি তেমনই আরামদায়ক। আজরাখ, কলমকারী, ইন্ডিগো বিভিন্ন প্রিন্টের সুতির এই কুর্তিগুলো মিলবে মাত্র ১৫০ টাকায়।

শর্ট স্কার্ট:

এবছর চোখে পড়ল একেবারে নতুন একটা আইটেম। সুতির শর্ট স্কার্ট। যা অনায়াসে এই গরমে একটি অন্য লুক দেবে। স্কার্টগুলির দাম মাত্র ২৫০ টাকা করে।

২৫০ টাকার গামছা, আজরাখ কুর্তি:

কথায় বলে, গড়িয়াহাট কাউকেই ফেরায় না। যাঁরা শর্ট কুর্তি বা স্লিভলেস কুর্তি পরেন না, তাঁদের জন্য রয়েছে পয়লায় পরার জন্য রয়েছে একেবারে নতুন রকমের গামছা, আজরাখের কুর্তি কালেকশন। ফ্ল্যাট ২৫০ টাকার অজস্র অপশন তো রয়েইছে, এছাড়া দামদর করলে ৫০০ টাকার কুর্তিগুলোও মিলতে পারে ৩০০ টাকায়।

 

ট্যাক্সি শাড়ি, মাছ শাড়ি:

এবছর দারুণ ট্রেন্ডে লোক ব্লক প্রিন্টের নানা রকমের শাড়ি। এই শাড়িগুলির বিশেষত্ব কোনও একটি মজার প্রিন্ট দিয়েই সাজানো থাকে গোটা শাড়ি। গড়িয়া হাট ঘুরলে মাছ, ট্যাক্সি, চা, রিকশা এমন না না প্রিন্টের শাড়ি মিলবে। একটু দামদর করলে ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যেই কিনে ফেলতে পারেন এই ট্রেন্ডি শাড়ি।

 

ব্লাউজ ১০০ থেকে শুরু:

রকমারি শাড়ি তো হল, কিন্তু ব্লাউজ? সমস্যার সমাধান রয়েছে একই জায়গায়। গড়িয়াহাটের অলিগলি ঘুরলে ব্লাউজের দোকানগুলিতে কমবেশি ১০০ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ব্লাউজ। সুতি, ভিনেক , প্যাডেড নানা রকমের কালেকশন পেয়ে যাবেন প্রায় সব দোকানেই।

মলমল-কোটা শাড়ি:

গরমে মলমল শাড়ির তুলনা হয়। যাঁরা নিয়মিত অফিসে যান, বা কাজে বের হতে হয় তাঁদের জন্য মলমল হল বেস্ট অপশন। এই গরমে কোটা শাড়িও খুব আরাম দেবে। মলমল শাড়ি শুরু ৫০০ থেকে, বিভিন্ন দামের রয়েছে।

থিম বাংলা:

বাংলা নববর্ষ, আর সাজে একটু বাঙালিয়ানা না থাকলে চলবে কেন! বাংলা হরফ লেখা, সহজ পাঠের ছবিতে সাজানো, কিংবা স্বস্তিক আঁকা এমন বিভিন্ন বাংলা থিমের শাড়িতেও ভরে গিয়েছে গড়িয়াহাট। এগুলির দামও ওই ৪০০/ ৫০০ থেকে শুরু।

হরেক মাল ২০০ টাকা:

সেল মানেই বছরভর পড়ে থাকা অল্প খুঁত থাকা জিনিসটা জলের দামে বেচে দেওয়া। বেছে নিলে ঠকার চান্স নেই বললেই চলে।

সাবেক গয়না:

পয়লা বৈশাখের সাজের সঙ্গে সবচেয়ে ভাল যায় সাবেক গয়না। কিন্তু এই মুহূর্তে সোনার দামে হাত পুড়তে পারে। তাহলে? গড়িয়া হাট থেকেই কিনে ফেলুন নানা রকমের সাবেক গয়না। সোনার গয়নার থেকে ফারাক করতে পারবেন না ডিজাইনে। দুলের দাম ২০০-এর মধ্যে, আর হার দুল একসঙ্গে ৪০০ এর মধ্যে হয়ে যাবে।

সফট টয়স:

নতুন বছরে আপনি তো সাজবেন, ঘর সাজবে না? অন্যান্য দোকান থেকে যেই টেডিবিয়ার বা সফটটয়স আপনি কেনেন হাজার হাজার টাকায়, গড়িয়া হাটে হরেক কিসিমের পুতুল শুরু মাত্র ১০০ টাকা থেকে। হাতি, বেড়াল, খরগোশ, কুকুর, ডোরেমন, পোকেমন কী নেই!

আরও পড়ুন:-  এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন