‘গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার’, লন্ডনে জয়শংকরের উপর হামলার চেষ্টার কড়া নিন্দা ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

S-JAISANKAR

Bangla News Dunia, Pallab : বুধবার লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শংকরের (S Jaishankar) উপর হামলার চেষ্টা চালিয়েছে একদল খলিস্তানি। এবার সেই ঘটনায় মুখ খুলল ভারতীয় বিদেশমন্ত্রক (MEA)। গণতান্ত্রিক স্বাধীনতার (Democratic freedoms) অপব্যবহারের অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতি জারি করে বার্তা দেওয়া হয়েছে ব্রিটেন সরকারকেও (UK)।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, ‘বিদেশমন্ত্রী এস জয়শংকরের ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ আমরা দেখেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই উস্কানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই। আমরা আশা করি, ব্রিটেন সরকার এই ঘটনায় তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে।

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

মঙ্গলবার ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বুধবার রাতে একটি আলোচনায় যোগ দিতে চ্যাথাম হাউসে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে একদল খলিস্তানি (Khalistani extremists) বিক্ষোভ দেখাচ্ছিলেন। খলিস্তানি পতাকা উড়িয়ে স্লোগানও দিচ্ছিলেন তাঁরা। এরপর আলোচনা সেরে বেরোনোর সময়ই এক খলিস্তানি আক্রমণাত্মকভাবে জয়শংকরের কনভয়ের দিকে ছুটে আসে। এরপর সেখানে দাঁড়িয়েই পুলিশের সামনে ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশ পদক্ষেপ নিতে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে হামলাকারী ও বাকি বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পরই বিদেশের মাটিতে জয়শংকরের মতো ভিভিআইপির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন