গতকাল ওয়াকফ বিল নিয়ে দিনভর সরগরম লোকসভা, রইল সব আপডেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওয়াকফ বিল উপস্থাপনের প্রক্রিয়া সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, মন্ত্রিসভা সংসদীয় কমিটির পরামর্শ গ্রহণ করেছে৷ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর মাধ্যমে সেই পরামর্শগুলি সভায় এসেছে। বিলটি পুনর্বিবেচনার আবেদন জানান, তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ৷

7:05 PM, 2 Apr 2025 (IST)

কর্ম অমানবিক হলে কোনও ধর্মকেই সম্মান দেওয়া যায় না, ওয়াকফ নিয়ে মমতার দাবি

ওয়াকফ বিল নিয়ে প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের দলের সাংসদরা ওয়াকফ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। জুমলা পার্টির একমাত্র কাজ দেশকে বিভাজিত করা। তাঁরা বিভাজন করে শাসনের নীতিতে বিশ্বাস করেন। আমরা সে পথে হাঁটিনা । আমরা সংবিধান মেনে চলি। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সংবিধানকে শ্রদ্ধা করা একান্ত জরুরি। মনে রাখতে হবে ধর্ম যাঁর যাঁর উৎসব সবার। আমি ভগবান শ্রীকৃষ্ণর বাণী শুনেছি, মহত্মা গান্ধি থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাবা সাহেব আম্বেদকর এবং আব্দুল কালামেকর লেখায় পড়ে বুঝেছি, ধর্ম যাঁর কর্ম তাঁর।” ভালো কর্ম থেকে ধর্মের শুরু। কারও কর্ম অমানবিক হলে তার পক্ষে কোনও ধর্মকেই সম্মান দেওয়া সম্ভব নয়।”

6:38 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বোর্ডে অমুসলমান সদস্যদের কাজ কী ? ব্যাখ্যা করলেন শাহ

ওয়াকফ বোর্ডে থাকা অমুসলমান সদস্যদের কাজ কী তার ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, আইন অনুযায়ী ওয়াকফ পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখবেন ওই সদস্য। ধর্মীয় কোনও বিষয়ের তাঁর কোনও সম্পর্ক থাকবে না।

আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে

5:47 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বিলের হাত ধরে কংগ্রেসের তোষণের রাজনীতি শেষ হবে দাবি অনুরাগের

ওয়াকফ বিল নিয়ে বলতে ওঠে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । তিনি বলেন, কংগ্রেসের তোষণের রাজনীতি শেষকৃত্য হবে ওয়াকফ বিলের হাত ধরে।

4:10 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বিল মুসলমান বিরোধী নয়, দাবি জেডিইউ’র

জেডিইউর নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিং বলেন, ” ওয়াকফ নিয়ে আলোচনার শুরু থেকেই এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন এই বিল মুসলমান বিরোধী । ওয়াকফ বিল মুসলিম বিরোধী নয়। ওয়াকফ কোনও ধর্মীয় সংস্থা নয়। কেবলমাত্র একটি ট্রাস্টি । 2013 সালে কংগ্রেস যে পাপ করেছিবল মোদিজি সেখানে পূর্ণের কাজ করেছেন । মোদিজিকে আপনাদের পছন্দ নাও হতে পারে কিন্তু দেশের লোক প্রধানমন্ত্রীকে পছন্দ করেন। দু’ধরনের লোক ওয়াকফ বিলের বিরোধিতা করছেন । এক যাদের হাতে এতদিন ক্ষমতা ছিল তারা বিরোধিতা করছে আর যারা রাজনীতি করতে চান তারা বিরোধিতা করছেন।”

3:54 PM, 2 Apr 2025 (IST)

মুসলমানদের ক্ষমতায়ন আমাদের লক্ষ্য, সংসদে দাবি টিডিপি সাংসদের

বিজেপির জোট শরিক তেলেগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণপ্রসাদ প্রসাদ টেনেট্টি বলেন, “মুসলিমদের ক্ষমতায়ন আমাদের লক্ষ্য। আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পরামর্শে। পাশাপাশি আমরাই 1996 সালে উর্দুকে দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছিল। সংখ্যালঘুদের উন্নয়নে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত চার হাজার কোটি টাকা খরচ করেছিল আমাদের সরকার। তাছাড়া 500 জন পড়ুয়াকে আমরা 10 লক্ষ টাকা করে দিয়েছি। মুসমলিমদের পাশে আমরা সবসময় ছিল । ওয়াকফ বোর্ডের কাজের ক্ষেত্রে রাজ্য সরকার আরও বেশি ক্ষমতা দেওয়া দরকার ।”

3:38 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বিল নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি, দাবি এ রাজার

ডিএমকে সাংসদ এ রাজা দাবি করেন ওয়াকফ বিল নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি। নিজের দাবির সমর্থনে তিনি বলেন, “তামিলনাড়ুর একটি মন্দিরের কাছে অনেক পরিমাণে জমি ছিল । সেখানে কলেজ তৈরি হয়েছে । কলেজের পরিচালন কমিটিতে এক মুসলমান সদস্যকে নিয়ে আসা হয়েছিল। তখন আরএসএস-বিজেপি আপত্তি করেছিল। এখন তারাই ওয়াকফ কমিটিতে মুসলমান নন এমন সদস্যদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।”

3:30 PM, 2 Apr 2025 (IST)

বিল পাশে কেরলের সিপিএমকে পাশে চায় বিজেপি

ওয়াকফ বিলে কেরলের সিপিএম সাংসদদের সমর্থন চাইল বিজেপি। সিপিএমের পাশাপাশি কেরলে কংগ্রেসের জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সমর্থন চায় গেরুয়া শিবির। তবে দু’পক্ষই বিজেপির প্রস্তাব খারিজ করে দিয়েছে।

3:14 PM, 2 Apr 2025 (IST)

মোদিকে চিঠি স্ট্যালিনের

ওয়াকফ বিল প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

2:45 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ সম্পত্তির মালিক ঈশ্বর দাবি কল্যাণের

ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের তরফে বক্তব্য পেশ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ওয়াকফ সম্পত্তির মালিক ঈশ্বর ৷ এই সম্পত্তিতে হস্তক্ষেপ করা মানে সংবিধানকে অস্বীকার করে ৷ পাশাপাশি তিনি আরও দাবি করেন, রাজস্থানের 80 শতাংশ ওয়াকফ সম্পত্তির জম সরকারের অধীনে ৷ কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না ৷ কোনও মানুষ নিজের ইচ্ছা মতো জীবনের কোনও একটা সময়ে ধর্মীয় অনুশাসন পালন করা শুরু করতে পারেন ৷

2:35 PM, 2 Apr 2025 (IST)

উত্তরপ্রদেশে জারি সতর্কতা

লোকসভায় ওয়াকফ বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে জারি হল সতর্কতা ৷ সরকারের ধারনা কয়েকটি সংগঠন বিলের বিরোধী রাস্তায় প্রতিবাদ দেখাতে পারে ৷ সেই আশঙ্কা থেকেই সতর্কতা জারি হয়েছে ৷

2:25 PM, 2 Apr 2025 (IST)

চিন কত জমি দখল করেছে সেটা আগে বলুন, ওয়াকফ-চর্চায় কটাক্ষ অখিলেশের

অখিলেশ বলেন, সরকার ওয়াকফের জমি নিয়ে ভাবিত ৷ কিন্তু তার থেকেও বেশি জরুরি চিন দেশের কত পরিমাণ জমি দখল করেছে সেটা জানা ৷ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর নিজের রাজ্য অরুণাচলে কত পরিমাণ জমির দখল চিন নিয়েছে সেটা সরকারের আগে বলা উচিত ৷

2:20 PM, 2 Apr 2025 (IST)

মহাকুম্ভের মৃত্যু মিছিল থেকে নজর ঘোরাতেই ওয়াকফ বিল আনা হয়েছে: অখিলেশ

ওয়াকফ বিল নিয়ে বলতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন অখিলেশ ৷ তাঁর দাবি, মহাকুম্ভ মেলায় আয়োজনে বিজেপি ব্যর্থ হয়েছে ৷ আর সেই ব্যর্থতা থেকে নজর সরাতেই ওয়াকফ বিল আনা হয়েছে ৷

2:06 PM, 2 Apr 2025 (IST)

বিজেপিকে কটাক্ষ অখিলেশের

ওয়াকফ বিল নিয়ে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেন সমাজবাদি পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ তিনি বলেন, বিজেপি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় দল বলে দাবি করে অথচ এখনও পর্যন্ত নিজেদের সভাপতির নাম ঠিক করতে পারেনি ৷ পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপি কোনও পরিবারতান্ত্রিক দল নয় যে পাঁচজন মিলে বসে সভাপতির নাম ঠিক করবেন ৷ বিজেপিতে কোটি কোটি কর্মীর সঙ্গে কথা বলে সভাপতি বাছতে হয় তাই সময় লাগে ৷ এরপরই অমিত শাহ-র আমি এখন থেকে বলে দিচ্ছি আপনি আরও 25 বছর আপনার দলের সভাপতি থাকবেন ৷

2:01 PM, 2 Apr 2025 (IST)

প্রস্তুতির সময় দেয়নি কেন্দ্র দাবি কংগ্রেসের

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের প্রস্তত হওয়ার সময় দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ এমনই দাবি করেছেন কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল ৷

1:29 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বিলের বিরোধিতায় বিজেডি

লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল ৷ আর এই বিলের বিরোধিতা করব বলে জানাল ওড়িশার প্রধান বিরোধী দল বিজেডি ৷ নবীন পট্টনায়েকের দল জানিয়েছে তাা বিলের বিরোধিতা করেছে ৷

1:21 PM, 2 Apr 2025 (IST)

ধর্মীয় বিষয় হস্তক্ষেপ হবে না দাবি রিজিজুর

সংখালঘুদের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করা ওয়াকফ বিলের লক্ষ্য নয় বিল পেশ করে দাবি কিরেণ রিজিজুর ৷

1:15 PM, 2 Apr 2025 (IST)

গরিবদের কথা ভেবেই আনা হয়েছে ওয়কাফ বিল দাবি রিজিজুর

মুসলমান সম্প্রদায়ের গরিবদের জন্য ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা হবে বলে জানালেন রিজিজু৷

Kiren Rijiju

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (ছবি: সংসদ টিভি)

1:07 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ বিলের বিরোধীদের দেশ মনে রাখবে: রিজিজু

ওয়াকফ বিলকে কারা সমর্থন করছে আর কারা বিরোধিতায় সরব তা দেশ মনে রাখবে দাবি রিজিজুর ৷

1:03 PM, 2 Apr 2025 (IST)

ওয়াকফ সম্পত্তি, সবার আগে ভারত দাবি মন্ত্রীর

পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি বলে দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর ৷

12:58 PM, 2 Apr 2025 (IST)

বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছে জেপিসি: রিজিজু

সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেণ রিজিজু জানন, যৌথ সংসদীয় কমিটি এবং সরকারের কাছে ওয়াকফ বিল নিয়ে বেশ কিছু পরামর্শ এসেছে ৷

12:52 PM, 2 Apr 2025 (IST)

বিরোধীদের আক্রমণে রিজিজু

পিল পেশ হওয়ার পর বিরোধী সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেণ রিজিজু ৷ তিনি বলেন, ওয়াকফ বিলের অংশ নয় এমন বিষয়গুলিকে প্রকাশ্যে নিয়ে এসে আপনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷

12:39 PM, 2 Apr 2025 (IST)

পেশ ওয়াকফ সংশোধনী বিল

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন