গত ৬ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ২০০% , আগামী পাঁচ বছরে কতটা বাড়তে পারে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  সোনায় লগ্নিকে ‘সেফ হেভেন’ হিসেবে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। বলা হয়, সোনার বিনিয়োগ কখনও বৃথা যায় না। গত ৬ বছরের প্রবণতা এই দাবিকে আরও পোক্ত করেছে। কারণ সোনা থেকে গত কয়েক বছরে যে অঙ্কের রিটার্ন মিলেছে, তা বিনিয়োগের অন্য সমস্ত মাধ্যমকে পিছনে ফেলেছে। সেনসেক্স ও নিফটি৫০ সোনার ধারে কাছে আসতে পারেনি। তবে সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা বেড়েছে গত কয়েক বছরে। দেখে নিন গত কয়েক বছরে কতটা বাড়ল সোনার দাম। এই বিপুল বৃদ্ধির পিছনে কোন কোন ফ্যাক্টর দায়ী? আগামী কয়েক বছরে সোনার দামে বৃদ্ধি নিয়েই বা কী জানাল বিভিন্ন ব্রোকারেজ সংস্থা?

কত বেড়েছে সোনার দাম?

২০২৫ সালের শুরু থেকে হিসেব কষলেও দুর্দান্ত রিটার্ন দিয়েছে হলুদ ধাতু। এ বছরে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি। রুপোর দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সেখানে সেনসেক্স ও নিফটি৫০-র মতো বেঞ্চমার্ক ইনডেক্স বেড়েছে যথাক্রমে ৩.৭৫ শতাংশ ও ৪.৬৫ শতাংশ। সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্কের মতো দেশের হেভিওয়েট সংস্থার স্টকের দামে বৃদ্ধি হয়েছে ১২-১৪ শতাংশের আশপাশে।

২০১৯ সালের মে মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩২ হাজার টাকা। ২০২৫ সালের মে মাসে এই দাম ছিল ৯৭ হাজার ৮০০ টাকা। অর্থাৎ গত ৬ বছরে সোনার দাম বেড়েছে প্রায় ২০০ শতাংশ। বাড়তে বাড়তে ২৪ ক্যারাটের পাকা সোনার দাম ১ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল।

কেন বেড়েছে সোনার দাম?

গত কয়েক বছরে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূ-রাজনৈতিক উত্তেজনা সোনার এতটা দামবৃদ্ধির অন্যতম কারণ বলে মত বাজার বিশেষজ্ঞ থেকে বিভিন্ন ব্রোকারেজ সংস্থার। সোনার দাম ১ লক্ষ টাকা ছাড়ানোর জন্য একাধিক ফ্যাক্টর চিহ্নিত করেছে বাজার বিশেষজ্ঞরা।

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
  • ২০২৩ সালের শুরুতে আমেরিকার ব্যাঙ্কিং সেক্টরে অস্থিরতা
  • মধ্য প্রাচ্যে দ্বন্দ্ব
  • প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ
  • কেন্দ্রীয় ব্যাঙ্কের সোনায় লগ্নি বাড়ানো
  • গোটা বিশ্বে ডলার নির্ভরতা কমানো

এই সব কারণে শেয়ার বাজার প্রায়শই অস্থির হয়ে উঠেছে। অস্থিরতার সময়ে লগ্নিকারীদের বড় অংশ সোনা এবং রুপোর মতো ধাতুর দিকে লগ্নির ব্যাপারে ঝুঁকেছেন।

আগামী দিনে কতটা বাড়তে পারে?

আগামী কয়েক বছরেও সোনার দামে বৃদ্ধির প্রবণতা বজায় থাকবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদেবা। আগামী কয়েক বছরেও সোনায় লগ্নি লাভজনক হওয়ার আশা রেখেছেন তিনি। সুগন্ধ জানিয়েছেন, ২০২৫ সালে সোনার দাম ১ লক্ষ ৫ হাজার টাকার লেভেলে থাকতে পারে। কিন্তু আগামী পাঁচ বছরে প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছে যেতে পারে ১ লক্ষ ৩৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকায়। সুগন্ধার মতো স্বস্তিকা ইনভেস্টমেন্টের বিশেষজ্ঞ সন্তোষ মীনাও জানাচ্ছে, আগামী পাঁচ বছরে সোনার দামের ঊর্ধ্বগতি বজায় থাকবে।

আরও পড়ুন:- ৮ আগস্টের মধ্যে KYC না করলেই ফ্রিজ হবে অ্যাকাউন্ট! সতর্ক করল এই ব্যাঙ্ক

আরও পড়ুন:- ডিম কীভাবে খেলে পুষ্টি সবচেয়ে বেশি পাবেন ? কি বলছেন পুষ্টিবিদরা জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন