Bangla News Dunia, Pallab : প্রবল গরম এবং তাপপ্রবাহ পরিস্থিতি বিচার করে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাস থেকে স্কুলে গরমের ছুটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলে শুরু হচ্ছে গরমের ছুটি। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলায় গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে না। ওই জেলার স্কুল গুলিতে আগের মতোই নির্দেশ কার্যকর হবে।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
শুধু পড়ুয়াদেরই গরমের ছুটি থাক, এমনটা নয়। শিক্ষক ও শিক্ষাকর্মীরাও এই সময়ে ছুটিতে থাকবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ছুটি সংক্রান্ত এই সিদ্ধান্তই লাগু থাকবে।
স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করতে যে সমস্যা হবে, সেটাও কী ভাবে মিটিয়ে নেওয়া যাবে, সেই নির্দেশও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানোর ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে।
গরমের ছুটি এগিয়ে আনার কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে সব স্তরের স্কুলেই গরমের ছুটি পড়বে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন