Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমকালে এসি ছাড়া একটা দিনও ভাবতেই পারেন না প্রায় অনেকে। রোদ্রের তীব্র দাবদাহে যখন মানুষ নাজেহাল হয়ে পড়েন, সেই সময়ে এসির হাওয়ায় একটু প্রাণ জোটানো যায় বলা চলে। তবে এসি চালাবার আগে এই সতর্কতাগুলো অবলম্বন করুন। না হলে কিন্তু বড় বিপদের সম্ভাবনা রয়েছে। ভুল করেও এই ভুলগুলি কিন্তু আপনি করবেন না। এতে কিন্তু আপনার জীবনের বড় সমস্যা আসতে পারে।
সেই গরমের তাপদাহ এখনও শুরু হয়নি। তবে এসময়ে এসির ব্যবহার তুলনামূলক অনেক কম বলা চলে। তবে একটি মাত্র ভুলেই আপনার জীবনে কিন্তু নানান সমস্যা আসতে পারে। তাই এসময় আপনিও এই ভুলগুলি এড়িয়ে চলুন। না হলে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। তাই এসি চালাবার আগে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর দিকে নজর দিন আপনিও।
১. স্টেবিলাইজার কিনে নিন যদি আপনার বাড়ির এলাকায় ঘন ঘন কারেন্ট যায়, তাহলে কিন্তু এসির জন্য একটি ভালো স্টেবিলাইজার কিনে নিন। এটি কিন্তু আপনার এসিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন।
২. যেহেতু কয়েক মাস এসি বন্ধ থাকে, তাই এসিকে আগে সার্ভিস করিয়ে নিন। কারণ এসির কভার খুলে এসি চালিয়ে ফেলবেন না। এতে কিন্তু আপনাকেও বড় সমস্যায় পড়তে হতে পারে।
৩. তার দেখে নিন এসির যে তারগুলো অর্থাৎ বৈদ্যুতিক তারগুলি এখনও সুরক্ষিত অবস্থায় রয়েছে কিনা দেখে নিন। এসি চালাবার আগে অবশ্যই এগুলো কিন্তু দেখে নেবেন তারগুলো। কারণ অনেকদিন এসি না চালানোর কারণে বাড়িতে যদি ইঁদুর থাকে তাহলে কিন্তু অনেক সময় তার কেটে দেয় কিংবা তার যদি আলগা হয়ে যায়, অনেক সময় শর্ট-সার্কিট হতে পারে। এতে কিন্তু বড় বিস্ফোরণের সম্ভাবনা থাকে।
আরও পড়ুন:- শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে এই লক্ষণগুলি দেখা যায়, জেনে নিন
৪. কম্প্রেসার, ফ্যান, ক্যাপাসিটার দেখে নিন আবার কম্প্রেসার, ফ্যান, ক্যাপাসিটারে কোনও সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু এসির বিস্ফোরণ হয়। তাই এগুলি ঠিক রয়েছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই সার্ভিসিংয়ের লোক এনে ঠিক করে নিন। গ্যাস লিকেজ যদি আপনি স্পিড কিংবা উইন্ডো এসি ব্যবহার করেন, তাহলে কোনও রকম গ্যাস লিকেজের সমস্যা রয়েছে কিনা তা আগে দেখে নিন। কারণ এই সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার এসি আগের মতন আর ঠান্ডা দেবে না।
৬.এসির ওপর অতিরিক্ত চাপ এড়াতে আপনি কিন্তু টার্বো মোড অন করতে পারেন। আর এটিই হবে আপনার জন্য সব থেকে বুদ্ধিমানের কাজ। তার কারণ এটি হলে আপনার ঘরের দ্রুত ঠান্ডা হবে ও ইলেকট্রিক বিলও অনেকটাই কম আসবে।
৫. এক টানা এসি ব্যবহার করবেন না দীর্ঘদিন ধরে আপনি কিন্তু একটানা এসি ব্যবহার করবেন না অর্থাৎ এসি সার্ভিসিং করিয়ে দিন। কারণ এইভাবে এসি যদি সার্ভিসিং না করান, আর এসি চালান তাহলে গরমের সময় এটা কিন্তু বিস্ফোরণেরও ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই আগেই সাবধান হোন আপনি।
আরও পড়ুন:- কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট অনলাইনেই বাতিল করা যাবে ! জানুন পদ্ধতি
আরও পড়ুন:- ভারতের কোথায় মুসলিম ধর্ম ছাড়ার হিড়িক? কোথায় ইসলামে আস্থা? হাল জানুন