গরমে কীভাবে ‘Cool’ থাকবেন? টিপস দিলেন MLA কাঞ্চন, দেখুন VIDEO

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃষভি হওয়ার পর শ্রীময়ী কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও আবার কাজে ফিরছেন অভিনেত্রী। ছোটপর্দায় কামব্যাকের সঙ্গে সঙ্গে বড়পর্দাতেও কাজ করবেন কাঞ্চন-পত্নী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শ্রীময়ী। অপরদিকে, কাঞ্চনও চুটিয়ে অভিনয় করে চলেছেন একের পর এক সিনেমায়। এর সঙ্গে রাজনৈতিক কর্মযজ্ঞ সামলাচ্ছেন তিনি।

কৃষভি হওয়ার পর শ্রীময়ী কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও আবার কাজে ফিরছেন অভিনেত্রী। ছোটপর্দায় কামব্যাকের সঙ্গে সঙ্গে বড়পর্দাতেও কাজ করবেন কাঞ্চন-পত্নী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শ্রীময়ী। অপরদিকে, কাঞ্চনও চুটিয়ে অভিনয় করে চলেছেন একের পর এক সিনেমায়। এর সঙ্গে রাজনৈতিক কর্মযজ্ঞ সামলাচ্ছেন তিনি।

এখনও বৈশাখ মাস পড়েনি। তার আগেই গরমের পারদ চড়ছে চড়চড় করে। এখনই সূর্যের তেজ সবাইকে পুড়িয়ে দিচ্ছে। এই সময় তেল-ঝাল মশলার চেয়ে হালকা খাবারই খেতে বেশি ইচ্ছে করছে সকলের। এরকম অস্বস্তিকর পরিবেশে নিজেকে কীভাবে কুল আর ঠান্ডা রাখবেন, তারই মোক্ষম পরামর্শ দিলেন অভিনেতা ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী।

শ্রীময়ীর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে নীল রঙের শর্টস পরে খালি গায়ে মাটিতে বসে রয়েছেন কাঞ্চন। তাঁর সামনে বাটিতে করে রাখা খাবারদাবার। রয়েছে পান্তা ভাত, গন্ধরাজ লেবু, লেবুর রস দেওয়া ভাতের জল, আলুভাজা, পোস্ত বাটা, ডালের বড়া। আর পান্তা ভাতের টক জল আলাদা করে রাখা, তাতে গন্ধরাজ লেবু। ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা যায়, এটা হল কাঞ্চনের স্পেশাল রেসিপি। এরপরই অভিনেতা-বিধায়ক বলেন, গরমে খাবেন অল কুল।

কাঞ্চনের পাশেই বসে তাঁর শ্বশুর অর্থাৎ শ্রীময়ীর বাবা। তিনিও পান্তা ভাত খাচ্ছিলেন। শ্রীময়ী বলেন, ই যে বসে বসে বাবাও খাচ্ছে। যিনি কিনা কখনও পান্তাভাত খাননি। বসে বসে বলছে, সলিড মেখেছে। তবে কাঞ্চন আর শ্রীময়ীর বাবাই শুধু নয়, শ্রীময়ীকেও পান্তাভাত খেতে দেখা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে শ্রীময়ী ক্যাপশনে লিখেছেন, আমরা বাবা ভেতো বাঙালি, এই বেশ ভাল আছি। প্রসঙ্গত সদ্যই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের প্রথম বিবাহবার্ষিকী গেল। মেয়ে কৃষভিকে নিয়েই তাঁরা তাঁদের এই বিশেষ দিনটির উদযাপন করেছেন এবার। গত বছর ২ মার্চ সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। এরপর ২০২৪ এর নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান।

কৃষভি হওয়ার পর শ্রীময়ী কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও আবার কাজে ফিরছেন অভিনেত্রী। ছোটপর্দায় কামব্যাকের সঙ্গে সঙ্গে বড়পর্দাতেও কাজ করবেন কাঞ্চন-পত্নী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ ২-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন শ্রীময়ী। অপরদিকে, কাঞ্চনও চুটিয়ে অভিনয় করে চলেছেন একের পর এক সিনেমায়। এর সঙ্গে রাজনৈতিক কর্মযজ্ঞ সামলাচ্ছেন তিনি।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন