গরমে ফ্রিজের ইলেকট্রিক বিল ১০০ টাকায় নামাতে চান ? এই ট্রিকস ফলো করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  গরম পড়তেই ইলেকট্রিক বিল উর্দ্ধমুখী। এবার ঘরে ঘরে এসি চলবে। এপ্রিল থেকেই হাজার হাজার টাকা বিল গুনতে হবে।

বিল নামিয়ে আনতে ফ্রিজের টেম্পারেচর কত রাখতে হবে জানুন।

বিল কমাতে ফ্রিজ সবসময় ভর্তি রাখবেন। খালি অবস্থায় ফ্রিজ চালাবেন না। ফ্রিজের ভিতর খাবার বা জিনিস এমন ভাবে রাখুন যেন যথেষ্ট বাতাস চলাচল করতে পারে।

গরমে ফ্রিজে কোন তাপমাত্রায় টেম্পারেচর সেট করা উচিত তা অনেকেরই অজানা।

গরমে সামার মোডে সর্বোচ্চ করবেন না। এতে বিল বেশি পুড়বে। সঙ্গে বরফও বেশি জমবে।

আরও পড়ুন:- চলছে এনকাউন্টার, সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি। কাশ্মীরজুড়ে ব্যাপক তল্লাশি

গরমে ফ্রিজের টেম্পারেচর ৪-৫ এর মধ্যএ রাখুন। ভ্যাপসা গরমে সর্বোচ্চ করতে পারেন। ফ্রিজ বেশিক্ষণ বন্ধ রাখবেন না। তাহলে ঠান্ডা হতে সময় লাগবে। বিল বেশি আসবে।

এই তাপমাত্রায় কোন খাবার বা পানীয় নষ্ট হবে না এবং দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে।

এই তাপমাত্রায় ফ্রিজ চালালে বিদ্যুৎ বিলও কমে যাবে। ১০০ টাকায় নামিয়ে আনতে পারবেন বিদ্যুৎ বিল।

আরও পড়ুন:- ধামাকা অফার! ফ্রিতে 5000GB ডেটা দিচ্ছে Jio! কিভাবে পাবেন জেনে নিন

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন