Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরম পড়তেই ইলেকট্রিক বিল উর্দ্ধমুখী। এবার ঘরে ঘরে এসি চলবে। এপ্রিল থেকেই হাজার হাজার টাকা বিল গুনতে হবে।
বিল নামিয়ে আনতে ফ্রিজের টেম্পারেচর কত রাখতে হবে জানুন।
বিল কমাতে ফ্রিজ সবসময় ভর্তি রাখবেন। খালি অবস্থায় ফ্রিজ চালাবেন না। ফ্রিজের ভিতর খাবার বা জিনিস এমন ভাবে রাখুন যেন যথেষ্ট বাতাস চলাচল করতে পারে।
গরমে ফ্রিজে কোন তাপমাত্রায় টেম্পারেচর সেট করা উচিত তা অনেকেরই অজানা।
গরমে সামার মোডে সর্বোচ্চ করবেন না। এতে বিল বেশি পুড়বে। সঙ্গে বরফও বেশি জমবে।