Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চাকরি না করে অনেকেই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে খুবই ইচ্ছুক হয়েছেন, আর আজকে গরমকালে ব্যবসা সম্পর্কে আমরা জেনে নিতে চলেছি। গুটি গুটি পায়ে শীত কাটিয়ে বসন্ত দোরগোড়ায় উপস্থিত। এরপরের তীব্র তাপদাহ শুরু হবার সময়। যদি ব্যবসা শুরু করতে এই প্রথম হাতে খড়ি দেওয়ার কথা ভাবছেন, তাহলে আমরা আজকের এই প্রতিবেদনে কিভাবে কোন ব্যবসা দিয়ে শুরু করলে প্রাথমিক অবস্থাতেই অর্থ উপার্জন করতে পারবেন, সেই সম্পর্কে তথ্য দেবো।
গ্রীষ্মকালীন ব্যবসার আইডিয়া কম খরচে বেশি লাভ
গরমে ব্যবসা শুরু করে লাভবান হতে চাইলে আপনি অভিজ্ঞ হয়েও ব্যবসা শুরু করতে পারেন আবার অনভিজ্ঞ হয়েও কিছু ব্যবসা শুরু করতে পারেন। আর কম টাকায় বেশি বিনিয়োগ না করেও অনেকেই ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন সময়ে সময়ে। আর এই সকল ব্যবসা একেবারে কার্ত্তিক পুজো পর্যন্ত করতে পারবেন অনেকেই, তাই এই ব্যবসার আইডিয়া গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
New Summer Business Ideas 2025
আখের রসের দোকান :- গরমকালে তীব্র তাপদাহ পথ চলতি মানুষকে তৃষ্ণার্ত করে তোলে। এই জন্য পথ চলতি মানুষ তৃষ্ণা নিবারণ করতে রাস্তার পাশে থাকা পানীয়ের দোকান খুঁজে থাকেন। এই সময় যে কোনো পানীয়ের চাহিদা অনেকটাই বেড়ে যায়। এই জন্য আপনি চাইলে রাস্তার পাশে যে কোনো গাড়ি বা ভ্যান বা স্টল জাতীয় দোকান দিয়ে ঠান্ডা পানীয় দোকান দিতে পারেন। আপনি যদি মূলধন কিছুটা খরচ করতে পারেন তাহলে ছোট কোনো দোকান ভাড়া নিতে পারেন।
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
সেরা ১০টি কম বিনিয়োগের ব্যবসার আইডিয়া
আখের রস বিক্রি করে ব্যবসা শুরু করতে পারেন। আশেপাশের কোন বড় মার্কেটে আপনারা আখ পেয়ে যাবেন। আখের রস করার দুটি মেশিন বর্তমানে বাজারে আছে। একটি হলো হাতে চালানো মেশিন এবং অন্যটি হলো অটোমেটিক মেশিন, নিকটবর্তী কোন বড় মেশিন সাপ্লায়ারের কাছে থেকে আপনারা এই মেশিন কিনে নিতে পারবেন। গ্লাস হিসাবে কাগজের গ্লাস ব্যবহার করতে পারেন, এতে পরিবেশ দূষণ রোধ হয়।
কম পুঁজিতে গ্রীষ্মকালীন ব্যবসার আইডিয়া
আইসক্রিমের দোকান :- গরম কালে বহুল বিক্রিত অন্যতম একটি খাবার হল আইসক্রিম। বাচ্চা থেকে শুরু করে বুড়ো বুড়ি সবাই আইসক্রিম খেতে খুব পছন্দ করে। যেহেতু গরমে এই খাবারের চাহিদা বেশি তাই এই ব্যবসা অনেকটাই লাভজনক হবে। এই ব্যবসা দিতে হলে আপনাকে সর্ব প্রথম বড় কোন সাপ্লায়ার এর কাছ থেকে আইসক্রিম কিনে, তা বিক্রি করে লাভ করতে পারবেন।
Lassi Business Idea
লস্যির দোকান :- তীব্র গরমে গলা শুকিয়ে গেলে প্রত্যেকে একটু গলা ভেজানোর অনেকেই আশেপাশের লস্যির দোকানের খোঁজ করে থাকেন। দই যেহেতু ঠান্ডা একটি খাবার এবং এটি শরীরের জন্য অনেকটাই ভালো, এই জন্য দইয়ের লস্যি জরি মেলা ভার। আপনি যদি দইয়ের লস্যির দোকান দেন তাহলে এই গরমে আপনার ব্যবসা অনেকটাই দৌড়োবে।
জল ও কোলড্রিংসের দোকান :- জলের অপর নাম জীবন। গরমকালে তেষ্টায় যখন প্রাণ বিয়োগ হবার মতন অবস্থা হয়, তখন যেন এক গ্লাস জল প্রাণ জুড়ানোর কাজ করে। আপনি যদি এমনই একটি জল বা কোল্ড্রিংসের দোকান দিয়ে থাকেন তাহলে গরমকালে এর যৌথ প্রচুর চাহিদা রয়েছে তাই এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করার সুযোগ থাকছে।
লাভজনক ব্যবসার আইডিয়া ২০২৫
অস্থায়ী ডাবের দোকান :- ডাবের জল শরীরের জন্য অন্যতম একটি সুস্বাদু পানীয়। ডাবের জল শরীরকে যেমন ঠান্ডা রাখে ঠিক তেমনি অনেক রোগের জন্য এটি একটি পথ্য হিসাবে ব্যবহৃত হয়। গরমকালে প্রায়শই রাস্তাঘাটে ভ্যানে করে ডাব বিক্রি করতে দেখা যায়। অনেকে নিজেদের বাড়িতে থাকা গাছ থেকে ডাব পেড়ে বিক্রি করে আবার অনেকে এত জ্বালা বড় কোন সাপ্লাইয়ার কাছ থেকে ডাব কিনে নিয়ে বিক্রি করে।
বর্তমানে বাজারে খুচরো ডাবের মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা প্রত্যেকটি ডাব পিছু কুড়ি থেকে ত্রিশ টাকা লাভ করতে পারবেন এবং গরমকাল জুড়ে কয়েক হাজার টাকা উপার্জন করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যে কয়েকটি ব্যবসার নাম বলা হলো সেই সমস্ত ব্যবসা গুলি করার জন্য কোন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আপনি যদি প্রথম অবস্থায় ব্যবসায় হাতে করে দিতে চান তাহলেও এই গরম পড়ার শুরুর থেকেই এই ব্যবসা গুলি দিতে পারেন এবং এর মাধ্যমে অনেক তাকে উপার্জন করার সুযোগ পাবেন। এবার যে সমস্ত ব্যবসার সম্পর্কে আলোচনা করব সে সমস্ত ব্যবসা শুরু করার জন্য আপনাকে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে এছাড়া আপনাকে কিছুটা পুঁজি নিয়ে ব্যবসায় নামতে হবে।
এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর রিপেয়ারিং: সারা শীতকাল জুড়ে এসি বা রেফ্রিজারেটর ততটা কাজে লাগে না, এই জন্য এই সমস্ত জিনিস খারাপ হওয়ার সম্ভাবনাও কম থাকে। গরম পড়ার সাথে সাথে এসি বা রেফ্রিজারেটরের চাহিদা অনেকটা বেড়ে যায় আর এর জন্য এই মেশিন গুলো প্রায় সারাদিন রাত কার্যকারিতা চালিয়ে যায়। মেশিন যত বেশি কাজ করে ততই খারাপ হওয়া প্রবণতা বৃদ্ধি পায়।
ব্যবসার আইডিয়া ২০২৫
এই জন্য আপনি যদি এয়ারকন্ডিশনের বা রেফ্রিজারেটর রিপিয়ারিং এর কোন কোর্স করে থাকেন তাহলে আপনার বাড়িতে কিম্বা কোন দোকান ভাড়া নিয়ে এই গুলো রিপেয়ারিং এর কাজ করার শুরু করতে পারেন। গরমকালে এই রিপেয়ারিং এর কাজের মাধ্যমে আপনি কয়েকশো টাকা লাভ করতে পারবেন এছাড়া সারা বছরের টুকটাক আরো কিছু টাকা উপার্জন করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি
আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?