গরম জলের ভাব নিলে কি মরে করোনা ? কি বলছে UNICEF

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– গরম জলের ভাব নিলে কি মরে করোনা ? সত্যি বলতে কী, করোনা কী ভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে থাকে, এই নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি এখনও পর্যন্ত। এই প্রসঙ্গে নিয়ম করে জনতার বিভ্রান্তি দূর করতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নানা প্রশ্নের উত্তর দিচ্ছে UNICEF India। গরম জলের ভাপ ইনহেল করার পারস্পরিক সম্পর্কের বিষয়টি।

করোনা

এত দিনে আমরা সবাই জেনে গিয়েছি যে করোনাভাইরাসের সাধারণ লক্ষণ হল ১. শুকনো কাশি, গলায় ব্যথা, জ্বর বা কাঁপুনি।

২. ক্লান্তি, গায়ে ব্যথা বা মাথায় ধরা।

৩. নাক বন্ধ থাকা, নাক দিয়ে জল পড়া, নিশ্বাস নিতে অসুবিধা।

৪.কোনও কিছুর স্বাদ এবং গন্ধ না পাওয়া। অর্থাৎ ফ্লুয়ের চারিত্রিক লক্ষণের সঙ্গে করোনার কিছু প্রাথমিক মিল আছে। আর এখান থেকেই উঠছে এই গরম জলের ভাপ নেওয়া। অতিরিক্ত সর্দি হলে আমরা অনেকেই গরম জলের ভাপ ইনহেল করি। এই প্রক্রিয়া কি আদৌ করোনাভাইরাসকে অকেজো করতে পারে ?

banner_land

UNICEF সাউথ এশিয়ার মেটারনাল অ্যান্ড চাইল্ড হেল্থ বিভাগের রিজিওনাল অ্যাডভাইজর পল রাটার সবার প্রথমে সতর্ক করে দিচ্ছেন জনতাকে। এরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি যে গরম জলের ভাপ ইনহেল করলে তা শরীরের ভিতরে গিয়ে করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারবে। তবে এই প্রক্রিয়া যে ফুসফুসের পক্ষে ক্ষতিকর , সেটা বেশ জোর দিয়ে বলছেন তিনি।

আরো পড়ুন :- করোনার টিকা নিতে যাবেন ? ২৪ ঘণ্টা আগে ঠিক কী কী করবেন ?

পল রাটার দাবি করেছেন যে গরম জলের ভাপ ইনহেল করলে তা শরীরের ভিতরে গিয়ে আমাদের শ্বাসযন্ত্রের কার্যকারিতার উপরে নেতিবাচক প্রভাব ফেলবে।

#Vepour_Inheel #COVID

সবাই মিলে সচেতন হন তাহলে দেশে করোনা সংক্রমন দ্রুত কমতে পারে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন