গরম থেকে বাঁচতে ঘুরে আসুন দুর্দান্ত এই স্পটগুলি, খরচ খুব সামান্য।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরম থেকে বাঁচতে বাঙালির গন্তব্য হয় দার্জিলিং কিংবা গ্যাংটক।

শহুরে কোলাহল এড়িয়ে কম খরচে গরমের কয়েকটি দিন পাহাড়ে কাটাতে চাইলে, বেড়িয়ে আসতে পারেন এই ৩ অচেনা গ্রাম থেকে।

কাঞ্চনজঙ্ঘা যাঁদের হাতছানি দেয়, তাঁদের কাছে পানবুদারা গ্রাম স্বপ্নের জায়গা হতে পারে। পানবুদারার ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। সন্ধে হলেই পাহাড়ের খাঁজে খাঁজে আলো জ্বলে ওঠে।

আরও পড়ুন:- দিনে মাত্র এত পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায়, বলছে গবেষণা

পানবুদারার কাছেই রয়েছে চারখোল, দূরপিনদারা, ঝান্ডিদারার মতো জায়গা।দক্ষিণ সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাবংলা। মাঝেমাঝেই এখানে বৃষ্টি আর রোদের টানাপড়েন চলে।

পাহাড়ের বুক জুড়ে দিগন্তবিস্তৃত চা-বাগান, মনেস্ট্রি, বুদ্ধমূর্তি দেখে মন হারিয়ে যেতে পারে।কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, সিনিওলচু ও কাবর— রাবংলা থেকে হিমালয়ের এই চার মাথা স্পষ্ট দেখা যায়।

গরমে বেড়াতে যাওয়ার ‘পারফেক্ট ডেস্টিনেশন’ সান্তক। ২-৪ দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন রেয়িং এবং পায়ুং নদী-পাহাড়ের মাঝে সুন্দর এই গ্রাম।

আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন