Bangla News Dunia, Pallab : রসুন’কে গরীবের পেনিসিলিন বলা হয়। রসুন এমন একটি ওষধি এটার তেমন কোন সাইড ইফেক্ট নেই।
আরো পড়ুন : ২০২৬-এ বাংলা-তামিলনাড়ু দখল নেবো, হুঙ্কার অমিত শাহ-র
রসুনের কিছু যুগান্তকারী উপকারিতা জানানো হলো👇
👉 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।
👉 বীর্য গাঢ় করে।
👉 হজম শক্তি বৃদ্ধি করে।
👉 লিভারের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে।
👉 হার্টের ব্লক ও দুর্বলতা দুর করে।
👉 কিডনি সুরক্ষিত রাখে।।
👉 বিশেষ মুহূর্তে টাইম বৃদ্ধি করে।
খাবার নিয়মঃ
সবচেয়ে বেশি উপকার পাবেন যদি সকালে খালিপেটে খেতে পারেন। তবে দিনের যেকোনো সময় খাওয়া যায়।
পরিমানঃ
৩/৪ কোয়া রসুন কুচি করে কেটে জল সহ গিলে খাবেন।
আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর