Bangla News Dunia, বাপ্পাদিত্য:-গরুমারা জাতীয় উদ্যানে শুরু হতে চলেছে গন্ডার শুমারি ৷ আগামী 5 ও 6 মার্চ হবে গণনার কাজ ৷ সে কারণে এই দু’দিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা এবং চাপড়ামারি জঙ্গলে শুরু হবে শুমারির কাজ। পাশপাাশি একই কাজ হবে জলদাপাড়াতেও।
শেষ শুমারি হয়েছিল 2022 সালে ৷ সেই সময় গরুমারায় গন্ডারের সংখ্যা ছিল 55টি। গত 3 বছরে সেই সংখ্যা কতটা বাড়ল, তার হিসেব করবে বন দফতর ৷ এবারের শুমারিতে গন্ডারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা বন দফতরের ৷ এই প্রসঙ্গে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন বলেন, “প্রায় 30টির বেশি দল এই শুমারির কাজ করবে । ট্র্যাপ ক্যামেরা এবং কুনকি হাতির সাহায্যে চলবে গন্ডার শুমারি ৷ শুমারির কাজ চলবে দু’দিন ধরে ৷ এই দু’দিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।” তিনি আরও বলেন, “2022 সালের শুমারিতে প্রায় 55টি গন্ডার দেখা যায় । তবে, এবার এই সংখ্যাটি বাড়বে বলে আশা করা হচ্ছে ।”
আরও পড়ুন:- এই ক্ষেত্রে দেশকে পিছনে ফেলে রেকর্ড আয়ের পথে বাংলা, জানতে বিস্তারিত পড়ুন
উল্লেখ্য, গন্ডার শুমারি উপলক্ষে রবিবার থেকে দু’দিনের জন্য একটি প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে বন দফতরের তরফে ৷ শিবিরের আয়োজন করা হয় গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে । শিবিরের প্রথম দিন বনকর্মী ও বন সুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার হবে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ ৷
এদিন, পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে । রবিবার প্রথম দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গরুমারার ডিএফও দ্বিজপ্রতীম সেন, জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি, বৈকুণ্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম-সহ বন দফতরের বিভিন্ন শীর্ষ আধিকারিকরা ।
আরও পড়ুন:- রাজ্যের এই জায়গায় রয়েছে ‘আদিম’ জঙ্গল-শহুরে সভ্যতা যেখানে শেষ! যাবেন নাকি ?
আরও পড়ুন:- ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার সেরা 5 ঘরোয়া টোটকা, বিস্তারিত জেনে নিন