Bangla News Dunia, দীনেশ :- পহলগাম হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে বিদেশেও। শুক্রবার লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা। সেই সময় তাঁদের দিকে গলা কেটে ফেলার ইঙ্গিত করতে দেখা যায় পাক সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাতকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রকাশ্যে আসতেই উঠেছে নিন্দার ঝড়।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
গত মঙ্গলবার পহলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। জঙ্গি হানার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ। এর জেরে অবনতি হয়েছে ভারত-পাক সম্পর্কের। হামলার প্রতিবাদে গতকাল লন্ডনে পাক হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখানো হয় প্রবাসী ভারতীয়দের তরফে। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। জঙ্গি হামলার ধিক্কার জানান তাঁরা। প্রতিবাদীদের মুখে ছিল পাক বিরুদ্ধে স্লোগান। সেই সময় পাক হাই কমিশনের দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে প্রতিবাদীদের লক্ষ্য করে গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেন কর্নেল তৈমুর রাহাত (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের হিংসাত্মক মনোভাব আরও একবার প্রকাশ্য এসেছে।
আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন
বিক্ষোভ কর্মসূচির আয়োজকদের বক্তব্য, ‘ন্যায়বিচারের দাবিতে আমরা প্রতিবাদ করছি। কিন্তু লজ্জাজনক ঘটনা হল, প্রতিবাদের মাঝেই পাকিস্তান হাই কমিশনের কর্মীরা ভিতরে জোরে জোরে গান বাজাচ্ছিলেন। এই আচরণকে ধিক্কার জানাই।’
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন
আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video