গাঁজা সহ আটক IIT বাবা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : জয়পুরে আটক করা হলো অভয় সিং ওরফে মহাকুম্ভের IIT বাবাকে। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে খবর। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ভাইরাল হওয়া এই সন্ন্যাসীর বিরুদ্ধে। যদিও ধরা পড়ার পর IIT বাবার দাবি, ওটা গাঁজা নয়, ভগবানের প্রসাদ।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া গাঁজার পরিমাণ কম থাকায় তাঁকে জামিন দিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভাইরাল এই IIT বাবা। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘তিন-চার বার ভুয়ো খবর রটেছে আমার নামে। একবার রটানো হলো আমি আত্মহত্যা করেছি। এখন বলছে আমায় আটক করা হয়েছে। সত্যি হলো, আমি জামিন পেয়ে গিয়েছি। যা পাওয়া গিয়েছে, তার পরিমাণও অত্যন্ত কম।’

আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?

এ দিকে, দিন কয়েক আগে তাঁকে নয়ডাতে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হেনস্থা করার অভিযোগ তোলেন IIT বাবা। অভয় সিংয়ের দাবি ছিল, গেরুয়া পোশাক পরা কয়েক জন টিভি চ্যানেলের অফিসে ঢুকে তাঁকে নিগ্রহ করেন। লাঠি দিয়ে তাঁকে মারধরও করা হয়।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন