Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার গাজ়া সিটির দখল নিতে চাইছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সেখানকার সিকিউরিটি ক্যাবিনেট। এই সিদ্ধান্তের ফলে প্যালেস্তাইনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ মানুষের প্রতি মানবিকতা দেখিয়ে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) গাজ়া শহর দখলের প্রস্তুতি নেবে।’
একই সঙ্গে সিকিউরিটি ক্যাবিনেট যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর পাঁচটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে হামাসকে ঠেকানো, সব বন্দির মুক্তি, গাজ়া উপত্যকায় ইজ়রায়েলের নিয়ন্ত্রণ এবং একটি বিকল্প সরকার গঠন, যা সেনাবাহিনীর প্রভাব থেকে মুক্ত থাকবে।
গাজ়া শহরে নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নেতানিয়াহু। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা হামাসের ত্রাস থেকে গাজ়াকে মুক্ত করতে চাই। আমরা তা দখলে রাখতে চাই না।’ তবে সিকিউরিটি ক্যাবিনেটের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য এখনও ইজ়রায়েলের ক্যাবিনেটের অনুমতি প্রয়োজন। রবিবারই মন্ত্রিসভায় এই বিষয়টি তোলা হবে, সূত্রের খবর এমনটাই।
উল্লেখ্য, গাজ়ায় কয়েক ডজন ইজ়রায়েলি পণবন্দি রয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সেই পণবন্দিদের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কায় তাঁদের পরিবার। ক্রমাগত যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। সেখানে প্রবল খাদ্য সঙ্কট চলছে। হামাস নেতাদের দাবি, শুধুমাত্র নিজের কথা ভাবছেন নেতানিয়াহু। যুদ্ধ থামানোর কোনও মনোভাবই তাঁর নেই। এখন দেখার সিকিউরিটি ক্যাবিনেটের এই সিদ্ধান্তে কোন পথে মোড় নেয় এই যুদ্ধ।
আরও পড়ুন:- এই কার্ড থাকলে প্রতিমাসে 3000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদনের নিয়ম জেনে নিন
আরও পড়ুন:- প্রাথমিক ৩২০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট। চাকরির ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত ? জানুন