গাজাকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, হামাসের প্রতিক্রিয়া কি ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গাজার উদ্দেশে ফের সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বুধবার তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি বাকি সব পণবন্দিদের মুক্ত না করা হয় তবে আরও ধ্বংসের দিকে এগিয়ে যাবে তারা ৷ হামাস নেতাদের দ্রুত সরে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন ট্রাম্প ৷

ইজরায়েলকে যুদ্ধবিরতি বন্ধ করার জন্য দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে ট্রাম্প এ-ও জানিয়েছেন, তিনি ইজরায়েলকে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু পাঠাবেন ৷ মুক্ত হওয়া পণবন্দিদের সঙ্গে দেখা করার পর ট্রাম্প সোশাল প্ল্যাটফর্মে লিখেছেন, “পরে নয়, সকল পণবন্দিদের এখনই মুক্ত করুন ৷ অবিলম্বে আপনারা যাদের হত্যা করেছেন তাদের সমস্ত মৃতদেহ ফিরিয়ে দিন ৷ আপনাদের সময় ফুরিয়ে এসেছে ৷” এরই সঙ্গে ট্রাম্প আরও লিখেছেন, “এটি আপনাদের নেতৃত্বের জন্য শেষ সতর্কবার্তা ৷ আপনাদের কাছে এখনও সময় আছে গাজা ছেড়ে যাওয়ার ৷”

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

ইজরায়েলের নতুন সামরিক প্রধান ইয়াল জামির বুধবার সতর্ক করে বলেছেন, “হামাস সত্যিই গুরুতর আঘাতের সম্মুখীন হয়েছে ৷ কিন্তু, তারা এখনও পরাজিত হয়নি। মিশন এখনও সম্পন্ন হয়নি।” ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি বুধবার যৌথভাবে গাজার মানবিক পরিস্থিতিকে “বিপর্যয়কর” বলে অভিহিত করেছে ৷ ইজরায়েলকে সাহায্য সরবরাহ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে তারা।

মার্কিন দূত অ্যাডাম বোহেলার নজিরবিহীনভাবে আমেরিকান পণবন্দিদের নিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেন ৷ এরপরই ট্রাম্পের কটূক্তিপূর্ণ ভাষ্য সামনে এসেছে। 1997 সালে প্যালেস্তাইন জঙ্গিদের সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রত্যাখ্যান করেছিল। হোয়াইট হাউস এবং নেতানিয়াহুর কার্যালয় উভয়ই নিশ্চিত করেছে যে আলোচনার বিষয়ে ইজরায়েলের সঙ্গে আগাম পরামর্শ করা হয়েছিল। বন্দিদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ইদান আলেকজান্ডার জীবিত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে

আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন