Bangla News Dunia , Pallab : গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে, এমনই দাবি করেছেন রাষ্ট্রসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি। লাজারিনির কথায়, ‘দেড় বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫,০০০ শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতি গাজার শিশুদের বেঁচে থাকার এবং বড় হওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু ফের যুদ্ধ শুরু হওয়ায় তাদের শৈশব কেড়ে নেওয়া হচ্ছে। শিশু-হত্যা কোনওভাবেই সমর্থন করা যায় না। এখনই যুদ্ধ থামান।’
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
মাঝে কিছুদিন যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে ফের প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ইজরায়েলের বাহিনী। শুক্রবার ভোরে ইজরায়েলের হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল-আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনও জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালায়। এতে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে পণবন্দি করা হয়। বেশিরভাগ পণবন্দিকে ছেড়ে দিলেও হামাস কয়েকজনকে এখনও আটকে রেখে বলে দাবি ইজরায়েলের। হামাস চুক্তি মোতাবেক পণবন্দিদের না ছাড়ায় গাজায় হামলা অব্যাহত রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ১৮ মার্চ থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ২২ জন।