Bangla News Dunia, Pallab : গাজায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ১৭ হাজার। তবে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। অনেক মৃত্যুর ঘটনা নথিবদ্ধ করেনি গাজার স্বাস্থ্য মন্ত্রক। এছাড়া বহু মানুষ এখনও নিখোঁজ। রবিবারও গাজায় ইজরায়েলের হানায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতালে বিমান হামলায় নিহত হয়েছেন হামাস নেতা ইসমাইল বারহুম। ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
গতকাল ভোরে গাজার খান ইউনিসে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। এতে হামাস নেতা সালাহ আল-বারদাউইল এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। সেই সময় তাঁরা তাঁবুতে ঘুমাচ্ছিলেন। বারদাউইল হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় তিনি এবং তাঁর স্ত্রী নিহত হয়েছেন। শনিবারও ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল ৩৪ ফিলিস্তিনির। অন্যদিকে, লেবাননে ইজরায়েলের রকেট হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন