Bangla News Dunia, Pallab : রবিবার গাজায় ইজরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। যার মধ্যে এক ডজনেরও বেশি নারী ও শিশু রয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। রবিবার রাতভর খান ইউনূস শহরে হামলা চালিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী। যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তার আগেই এই হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
অন্যদিকে, হামাসও ইজরায়েলের প্রধান শহরগুলিতে রকেট হামলা চালাচ্ছে বলে খবর। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, রবিবার গভীর রাতে গাজা থেকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। আশকেলনেও হামাস রকেট ছুড়েছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন। ইজরায়েলের তরফে ফিলিস্তিনিদের মধ্য গাজার দেইর আল-বালাহের বেশ কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।